মোবাইল

চাইনিজ ব্র্যান্ডদের দিন শেষ, 10 হাজারের মধ্যে দুর্দান্ত 5G ফোন লঞ্চের ঘোষণা করল Samsung

Published on:

Samsung Galaxy f06 5g design price revealed ahead of launch in India

কম বাজেটে ভারতে আসছে একটি চমৎকার 5G স্মার্টফোন। স্যামসাং গত সপ্তাহে ফ্লিপকার্টে তাদের F সিরিজের একটি নতুন মডেল টিজ করেছিল। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি আজ Samsung Galaxy F06 5G মডেলের লঞ্চ নিশ্চিত করেছে। একইসাথে, ডিভাইসটি কত দামের রেঞ্জে আসবে, সেটাও ইঙ্গিত দিয়েছে তারা। এছাড়াও, ফোনটির ডিজাইন সামনে চলে এসেছে।

Samsung Galaxy F06 5G ফোনের দাম

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি লঞ্চের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে দাম ৯xxxx টাকা থেকে শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ বেস মডেলের মূল্য ১০,০০০ হাজার টাকার মধ্যে থাকবে। লাইনআপের আগের মডেলগুলির মতো, এটি ফ্লিপকার্ট এক্সক্লুসিভ ফোন হবে। উল্লেখ্য, পুর্বসূরী গ্যালাক্সি এফ০৫ গত বছরের সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। নতুন মডেলের সবচেয়ে বড় আপগ্রেড হল ৫জি সাপোর্ট।

Samsung Galaxy F06 5G ডিজাইন ও ফিচার্স

গ্যালাক্সি এফ০৬ ৫জি দেখতে গ্যালাক্সি এফ০৫-এর থেকে কিছুটা আলাদা হবে। ফ্ল্যাট ডিজাইনের সঙ্গে দেখতে অনেকটা গ্যালাক্সি ‘এ’ এবং ‘এস’ সিরিজের মতো। ফোনটিতে হালকা নীল রঙের আকর্ষণীয় ব্যাক প্যানেল রয়েছে ও রিয়ার ক্যামেরা মডিউলটি পিল আকৃতির। সেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে একটি নচ ডিসপ্লে রয়েছে।

স্যামসাংয়ের এই ফোনে কেমন ফিচার্স থাকবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, এতে ৫০ মেগাপিক্সেলের এবং ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকতে পারে। ব্যাটারির ক্ষমতা ৫,০০০ এমএএইচ হওয়ার সম্ভাবনা। এটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফ্লিপকার্টে ফোনের জন্য একটি মাইক্রোসাইট রয়েছে, যেখানে এক এক করে বৈশিষ্ট্য আপডেট হবে বলে আশা করা যায়।