ভারতের বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung। কোম্পানির আসন্ন এই ফোনের নাম Galaxy F06 5G। স্যামসাং নিশ্চিত করেছে যে এই ডিভাইসটি ১২ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় ভারতে লঞ্চ হবে। ফ্লিপকার্টের লাইভ মাইক্রোসাইট অনুযায়ী, এর দাম ১০,০০০ টাকার কম রাখা হবে। এই স্যামসাং হ্যান্ডসেটে HD+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। উপরন্তু, এই ফোনে চারটি অ্যান্ড্রয়েড আপগ্রেড আসবে।
Samsung Galaxy F06 5G ফোনে থাকবে এই ফিচার
স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ডিভাইসে ৬.৭ ইঞ্চি HD+ ডিসপ্লে আছে। এতে ৫জি নেটওয়ার্কের জন্য ১২টি ব্যান্ড সাপোর্ট করবে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০। ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশ সহ দুটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি হ্যান্ডসেটে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি চারটি ওএস আপডেট পাবে এবং এতে চার বছর ধরে সিকিউরিটি আপডেট আসবে। হ্যান্ডসেটটি দুটি ভ্যারিয়েন্টে আসবে – ৪ জিবি এবং ৬ জিবি। ডিভাইসটি বাহামা ব্লু এবং লিট ভায়োলেট কালার অপশনে পাওয়া যাবে।
আপনি ফ্লিপকার্ট এবং স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোরের পাশাপাশি নির্বাচিত অফলাইন স্টোর থেকে স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি কিনতে পারবেন। স্মার্টফোনটি আকর্ষণীয় ডিজাইন অফার করবে। Samsung Galaxy F06 5G ফোনটি Galaxy F05 5G এর উত্তরসূরি হিসেবে আসবে।