মোবাইল

প্রথম সেলে সবচেয়ে কম দামে Samsung Galaxy F06 5G, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Published on:

Samsung Galaxy f06 5g goes on first sale today price in india offers details

স্যামসাং সম্প্রতি ভারতে তাদের সবচেয়ে সস্তা 5G ফোন Samsung Galaxy F06 5G লঞ্চ করেছে। তরুণদের কথা মাথায় রেখে স্টাইলিশ ডিজাইন সহ ডিভাইসটিকে আনা হয়েছে। স্যামসাংয়ের এই স্মার্টফোনটি আজ ২০ ফেব্রুয়ারি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে দুপুর ১২টা থেকে Samsung Galaxy F06 5G এর সেল শুরু হবে। প্রথম সেলে ফোনটি কিনলে ক্রেতারা বিশেষ ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন।

জানিয়ে রাখি, এই সস্তা ডিভাইসে একাধিক ৫জি ব্যান্ড সাপোর্ট করে। সংস্থার দাবি Galaxy F06 5G মডেলে সমস্ত টেলিকম অপারেটরের বারোটি 5G ব্যান্ড সাপোর্ট করে, ফলে এটি দুর্দান্ত 5G কানেক্টিভিটি দেবে। এর সাথে ৪ বছরের ওএস আপডেট এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

Samsung Galaxy F06 5G এর ভারতে দাম ও ফার্স্ট সেল অফার

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি এর ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। আবার এর ৬ জিবি র‌্যাম মডেলের দাম ১১,৪৯৯ টাকা। প্রথম সেলে গ্যালাক্সি এফ০৬ ৫জি কিনলে ৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড়ের পরে ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ৯,৪৯৯ টাকায় এবং ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ১০,৯৯৯ টাকায় কেনা যাবে। এটি বাহামা ব্লু এবং লিট ভায়োলেট কালার অপশনে পাওয়া যাবে।

Samsung Galaxy F06 5G এর ফিচার

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনের সামনে ৮০০ নিটস ব্রাইটনেস সহ বড় ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেখা যাবে। এর ব্যাক সাইডে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ। যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর অন্তর্ভুক্ত। স্মার্টফোনের সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর। গ্যালাক্সি এফ০৬ ৫জি চার বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে।

পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এচে দুর্দান্ত অডিও সহ হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি উপভোগ করা যাবে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।