মোবাইল

আমজনতার জন্য খুশির খবর, Samsung সবচেয়ে সস্তায় 5G ফোন লঞ্চ করল দেশে

Published on:

samsung-galaxy-f06-5g-price-in-india-launch-specifications-features

Samsung ভারতে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। নতুন সেই ফোনটির নাম Galaxy F06 5G। এটি খুবই কম দামে বাজারে এসেছে। শুনলে অবাক হবেন যে এদেশে সংস্থার সবচেয়ে সস্তা ফাইভ-জি মোবাইল এটি। এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং চার বছর অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাবে বলে নিশ্চিত করেছে স্যামসাং। ডিজাইনে বড় পরিবর্তন এসেছে। নতুন লুক নিয়ে হাজির হয়েছে এই ফোন। চলুন Samsung Galaxy F06 5G-এর দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F06 5G দাম ও লভ্যতা

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ভারতে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে ৯,৪৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা রাখা হয়েছে (ব্যাঙ্কের ক্যাশব্যাক অফার ধরে)। এটি বাহামা নীল এবং লিট ভায়োলেট কালার অপশনে পাওয়া যাবে। ফ্লিপকার্টে এক্সক্লুসিভলি বিক্রি হবে।

Samsung Galaxy F06 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

গ্যালাক্সি এফ০৬ ৫জি-তে-তে ৬.৭৪ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে যা ৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। সেলফি ক্যামেরার জন্য সামনে একটি নচ পাবেন। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ফোনটিকে শক্তি সরবরাহ করে। এটি ৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অফার করে। আনটুটু বেঞ্চমার্কে ৪১৬০০০ পয়েন্টের বেশি স্কোর করেছে বলে দাবি সংস্থার।

ফটোগ্রাফির জন্য, ফোনটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা বর্তমান। আর ফ্রন্টে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি পাবেন। সফটওয়্যারের দিক থেকে, অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলবে ফোনটি।

এছাড়া, ডিভাইসটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সমস্ত টেলিকম সংস্থার ১২টি ৫জি ব্যান্ডের সাপোর্ট, এবং ভয়েস ফোকাস বৈশিষ্ট্য যা কলের সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে দেয়।