নতুন ৫জি ফোন কিনতে চাইলে বাজারে রয়েছে দুটি ভালো বিকল্প Samsung Galaxy F06 এবং Moto G35। সাম্প্রতিক কালে ক্যামেরা, প্রসেসর-সহ একাধিক বিভাগে উন্নতি করেছে মোটোরোলা। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় স্যামসাংও। বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনের ক্ষেত্রে দারুন ফিচার রয়েছে Galaxy F06 মডেলে। এই দুই ফোনের মধ্যে সেরা কোনটা? আসুন জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F06 বনাম Moto G35 : দাম
স্যামসাং গ্যালাক্সি এফ০৬ এর দাম শুরু ৯,৪৯৯ টাকা থেকে। এটি ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য। অন্যদিকে, মোটোরোলা জি৩৫ এর দাম ৯,৯৯৯ টাকা থেকে শুরু।
Samsung Galaxy F06 বনাম Motorola G35 : ডিসপ্লে ও পারফরম্যান্স
স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি HD+LCD ডিসপ্লে, ৮০০ নিটস ব্রাইটনেস এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট। মোটোরোলা জি৩৫ এ মিলবে ৬.৭২ ইঞ্চি IPS LCD ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। পারফরম্যান্সের দিক থেকে, স্যামসাং মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, যা ৬ জিবি RAM সাপোর্ট করে। অন্যদিকে, মোটোরোলা হ্যান্ডসেটে উপস্থিত Unisoc T760 চিপ, যা ৪ জিবি RAM সাপোর্ট করে।
Samsung Galaxy F06 বনাম Moto G35 : ক্যামেরা
Galaxy F06 স্মার্টফোনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। Moto G35 ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। স্যামসাংয়ের ফোনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং মোটোর ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy F06 বনাম Moto G35 : ব্যাটারি ক্যাপাসিটি
৫,০০০mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে Samsung Galaxy F06 স্মার্টফোনে। অন্যদিকে, ৫,০০০mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে Moto G35 ৫জি ডিভাইসে।