7000 টাকার কমে কিনুন Samsung Galaxy F07 ও Samsung Galaxy M07 ফোন, রয়েছে দুর্দান্ত ক্যামেরা

যদি আপনার বাজেট ৭,০০০ টাকার কম থাকে এবং এই বাজেটে আপনি কোনো Samsung ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য দারুন খবর। Amazon এবং Flipkart-এ মাত্র ৬,৭৯৯ টাকায় লোভনীয় অফার সহ দুটি Samsung ফোন পাওয়া যাচ্ছে। এই ডিভাইস দুটির নাম Samsung Galaxy F07 ও Samsung Galaxy M07। এই হ্যান্ডসেটগুলির সাথে ক্যাশব্যাক, ব্যাঙ্ক অফার এবং ছাড় পাওয়া যাবে। সাথে মিলবে এক্সচেঞ্জ বোনাস। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পাওয়া ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
Samsung Galaxy M07 এর দাম ও ফিচার
Samsung Galaxy M07 স্মার্টফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে Amazon India-তে ৬,৭৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে ৩৩৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ডিভাইসটি সর্বনিম্ন ৩৩০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার সহ কেনা যাবে। ফিচারের কথা বললে, এই Samsung ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট।
ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা উপস্থিত। সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই Samsung হ্যান্ডসেটে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি ৬.৭ ইঞ্চি HD+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ এসেছে।
Samsung Galaxy F07 এর মূল্য ও ফিচার
এই Samsung মোবাইলে Flipkart-এ মিলবে ৬,৭৯৯ টাকায়। এতে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। ফোনটি ৫% ক্যাশব্যাক সহ কেনা যাবে। আপনি ব্যাঙ্ক অফারের সাথে অতিরিক্ত ছাড়ও পেতে পারেন। সাথে এক্সচেঞ্জ অফারের ফায়দা ওঠানো যাবে। এতে আছে এইচডি প্লাস রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চি ডিসপ্লে।
ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরে চলে। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেলফির জন্য ৮ মেগাপিক্সেল সেন্সর উপস্থিত। ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

