১২ হাজার টাকার রেঞ্জে Samsung এর 5G ফোন কিনতে চাইলে সুখবর। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এখন লোভনীয় অফার সহ Samsung Galaxy F15 5G ডিভাইসটি কেনা যাচ্ছে। সেলে এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র ১২,৪৯৯ টাকা। আবার নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে ১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টও দেওয়া হচ্ছে।
শুধু তাই নয়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করে Samsung Galaxy F15 5G কিনতে চাইলে ৫ শতাংশ ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ১১,৯০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ছাড়ের মূল্য পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
Samsung Galaxy F15 5G ফিচার ও স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে ১০৮০ x ২৩৪০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬ ইঞ্চি ফুল HD+ ইনফিনিটি ভি সুপার AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্যামসাং ফোনটি ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা উপস্থিত।
আরও পড়ুনঃ এই পাঁচ কারণে ১০ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন Motorola G35 5G
এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি হ্যান্ডসেটে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। অপারেটিং সিস্টেমের কথা বললে এই ডিভাইস অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬ কাস্টম স্কিনে চলে।