স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের দুটি ফোন শীঘ্রই বাজারে আসছে। এই দুই ডিভাইসের নাম রাখা হবে Samsung Galaxy F16 এবং Samsung Galaxy F06। তবে ব্র্যান্ডটি এখনও এদের সঠিক লঞ্চের তারিখ প্রকাশ করেনি। যদিও একজন টিপস্টার আজ Galaxy F16 হ্যান্ডসেটের স্পেসিফিকেশন এবং দাম ফাঁস করেছেন। এছাড়া এর আগে জানা গিয়েছিল যে, স্মার্টফোনটি এই মাসে ভারতে লঞ্চ হবে।
রিপোর্ট অনুযায়ী, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এফ১৬ মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হবে। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আর গ্যালাক্সি এফ১৬ সম্ভবত গ্যালাক্সি এ১৬ ৫জি এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে।
টিপস্টার দেবায়ন রায় (@Gadgetsdata) স্যামসাং গ্যালাক্সি এফ১৬ এর দাম এক্স প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। তার পোস্ট অনুযায়ী, ভারতে এই হ্যান্ডসেটের দাম রাখা হবে ১৫,০০০ টাকার কম। উল্লেখ্য, গ্যালাক্সি এ১৬ গতবছর অক্টোবরে ভারতে ১৮,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল।
স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ৬এনএম ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর এবং ৮ জিবি LPDDR4X র্যাম দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা সেন্সর পাওয়া যাবে।
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, স্যামসাং গ্যালাক্সি এফ১৬ মডেলে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।
Photo Credit: smartprix
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.