Samsung Galaxy F17 5G ভারতে ১৫ হাজার টাকার কমে লঞ্চ হচ্ছে, থাকবে ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Samsung শীঘ্রই ভারতে নতুন বাজেট-ফ্রেন্ডলি 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির আসন্ন এই ফোনের নাম Samsung Galaxy F17 5G। ইতিমধ্যেই জানা গেছে যে, এই ডিভাইসে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও এক্সিনস ১৩৩০ প্রসেসর। আজ আবার জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব Samsung Galaxy F17 5G এর সম্ভাব্য দাম জানিয়েছেন। তার দাবি, ডিভাইসটি ১৫,০০০ টাকার কমে আসবে। এটি Realme, iQOO, Redmi এবং Vivo-র মতো ব্র্যান্ডের বাজেট ফোনের সাথে সরাসরি প্রতিযোগী করবে।
Samsung Galaxy F17 5G এর ভারতে দাম (ফাঁস)
টিপস্টার অভিষেক যাদব একটি এক্স পোস্টে দাবি করেছেন যে, স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ১৪,৪৯৯ টাকা। আর এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৫,৯৯৯ টাকা।
Samsung Galaxy F17 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy F17 5G মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউ ৭ কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে IP54 রেটিং সহ আসবে, যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে।
Galaxy F17 5G এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস প্রোটেকশন থাকবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে এক্সিনস ১৩৩০ প্রসেসর। Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে ৯৭৫ এবং মাল্টি কোর টেস্টে ২২৪২ স্কোর করেছে।
Samsung Galaxy F17 5G (India) 🇮🇳
— Abhishek Yadav (@yabhishekhd) August 28, 2025
Price:
4GB+128GB 💰 ₹14,499
6GB+128GB 💰 ₹15,999 pic.twitter.com/ojA5z5iWnR
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি Samsung Knox সিকিউরিটি সহ আসবে।