১০ হাজার টাকা ছাড়ে Samsung Galaxy F55 5G! Amazon সেলে দুর্দান্ত অফারের সাথে বোনাস

বর্তমানে দামের দিক থেকে সাশ্রয়ী, কিন্তু ফিচারের দিক অত্যাধুনিক এমন স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ চ্যালেঞ্জিং। এই পরিস্থিতিতে আমরা Samsung Galaxy F55 5G নিতে বলবো। Amazon-এর Great Summer Sale-এ এই ডিভাইসটা পাওয়া যাচ্ছে লঞ্চের সময়ের চেয়ে প্রায় ১০,০০০ টাকার বেশি ছাড়ে। এতে পাবেন ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেটআপ ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Samsung Galaxy F55 5G এর দাম ও অফার
স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। তবে সেলের সময় এটি মাত্র ১৬,৯৬০ টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রায় ১০,০৩৯ টাকা কমে। এছাড়া, HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারকারীরা ১২৫০ টাকার অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করলে পাওয়া যেতে পারে ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড়।
Samsung Galaxy F55 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৫৫-ইঞ্চি ফুল এইচডি প্লাস Super AMOLED Plus ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।