নতুন স্যামসাং স্মার্টফোন খোঁজ করলে সুখবর! কারণ Samsung Galaxy F55 5G বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে ১১,৫০০ টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে। এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারলে দাম আরও কমানো যাবে। এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এটি ভেগান লেদার ফিনিস সহ দুটি কালার অপশনে পাওয়া যায়।
লঞ্চের সময় ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি এর ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ছিল ২৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ছিল ২৯,৯৯৯ টাকা, এবং ১২ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ছিল ৩২,৯৯৯ টাকা।
বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি এর ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টটি ফ্লিপকার্টে ২০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে, যা ব্যাঙ্ক অফারে ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে, যার অর্থ লঞ্চের চেয়ে ৮,০০০ টাকা কম। আবার এর ৮ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টটি ২১,৪৯৯ টাকায় তালিকাভুক্ত আছে, যা ব্যাঙ্ক অফারের পরে ১৮,৪৯৯ টাকায় কেনা যাবে, যার অর্থ লঞ্চের চেয়ে ১১,৫০০ টাকা কম।
স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৫-ইঞ্চি ফুল এইচডি প্লাস প্লাস ডিসপ্লে আছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলে। ফোনটি চারটি বড় অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ পাবে।
ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং নক্স সিকিউরিটি সফটওয়্যার রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.