স্যামসাং তাদের বাজেট লাইনআপে নতুন মডেল হিসেবে Samsung Galaxy M07 অন্তর্ভুক্ত করল। এর দাম রাখা হয়েছে ৭,০০০ টাকার কম। ফিচার হিসেবে এতে আছে এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আর Samsung Galaxy M07 ফোনটি দীর্ঘ সফ্টওয়্যার সাপোর্টের সাথে এসেছে, যা এটিকে অন্যান্য বাজেট ফোনের থেকে আলাদা করে তুলেছে। আসুন নতুন স্যামসাং হ্যান্ডসেটটি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।
স্যামসাংয়ের নতুন বাজেট ফোনটি তাদের Galaxy M সিরিজের একটি অংশ। এতে এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির এলসিডি প্যানেল আছে। Samsung Galaxy M07 মডেলটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত। এই প্রসেসরের সাথে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত। মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M07 মডেলের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম বর্তমান। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
আর স্যামসাং গ্যালাক্সি এম০৭ স্মার্টফোনটির সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হবে নিঃসন্দেহে এর ফ্ল্যাগশিপ গ্রেড সফ্টওয়্যার সাপোর্ট। এটি অ্যান্ড্রয়েড ১৫ ওএস ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিনে চলে। তবে স্যামসাং এতে ছয় বছরের জন্য মেজর ওএস আপগ্রেড (অ্যান্ড্রয়েড ২১ পর্যন্ত) এবং ছয় বছরের সিকিউরিটি প্যাচ প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এটি এত দীর্ঘ সফ্টওয়্যার সাপোর্ট সহ সবচেয়ে সস্তা স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম।
Samsung Galaxy M07 হ্যান্ডসেটের অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৫৪ রেটিং, সুপার স্লিম ৭.৬ মিমি বডি, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক।
ভারতে Samsung Galaxy M07 এর দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি সিঙ্গেল স্টোরেজ এবং একমাত্র ব্ল্যাক ভ্যারিয়েন্টের সাথে তালিকাভুক্ত আছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.