মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার করছে। এই মুহূর্তে আপনি যদি ৭,০০০ টাকার কমে সেরা ফোন কিনতে চান, তাহলে Samsung Galaxy M07 মডেলটি বেছে নিতে পারেন। এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন ইন্ডিয়ায় মাত্র ৬,৭৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে রয়েছে অতিরিক্ত ২০৩ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে এই ডিভাইসটি আরও সস্তায় কেনা যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পাওয়া ছাড় পুরানো হ্যান্ডসেটের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
Samsung Galaxy M07 এর ফিচার এবং স্পেসিফিকেশন
এই বাজেট স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০ x ১৬০০ পিক্সেল। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ৪ জিবি LPDDR4x র্যাম এবং ৬৪ জিবি eMMC ৫.১ স্টোরেজ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট।
রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M07 ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এর মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা মিলবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ানইউআই ৭ কাস্টম স্কিনে চলে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ডিভাইসটির কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়েল ৪জি ভোল্টি, ওয়াই-আই ৮০২.১১ এসি (২.৪ গিগাহার্টজ + ৫ গিগাহার্টজ), ব্লুটুথ ৫.৩, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

