সুমন পাত্র, কলকাতা: ১০ থেকে ১২ হাজার টাকার রেঞ্জে Samsung এর ফোন কিনতে চাইলে, অ্যামাজন ইন্ডিয়ার ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ সেলের অফার কাজে লাগিয়ে স্বপ্ন পূরণ করতে পারেন। এই সেলে Samsung Galaxy M16 5G অনেক কম দামে কেনা যাচ্ছে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। তবে ২৬ মার্চ পর্যন্ত চলা এই সেলে ৪০০ টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ডিভাইসের উপর। সাথে রয়েছে ১ হাজার টাকা ব্যাঙ্ক অফার।
এরপর Samsung Galaxy M16 5G ফোনটি ১২ হাজার টাকার কমে বাড়ি নিয়ে যাওয়া যাবে। শুধু তাই নয়, ডিভাইসটি প্রায় ৩৭৫ টাকার ক্যাশব্যাক সহ পাওয়া যাচ্ছে। এছাড়া পুরানো ডিভাইস বদলে ১১,৭০০ টাকায় এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট আপনার পুরনো ফোনের অবস্থার, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করবে।
Samsung Galaxy M16 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনে ১০৮০ x ২৩৪০ পিক্সেল রেজোলিউশনের সাথে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ ইনফিনিটি-U সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ডিভাইসে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে।