বিশেষ ছাড়ে ট্রিপল রিয়ার ক্যামেরার Samsung Galaxy M16 5G, বাজেটের মধ্যে দারুণ পারফরম্যান্স

স্যামসাংয়ের নতুন 5G স্মার্টফোন Samsung Galaxy M16 5G এখন Amazon-এ বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। ক্রেতারা এখন এটি ১১ হাজার টাকার কমে কিনতে পারবেন। ফিচার হিসেবে এতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। আসুন এর সাথে কি অফার রয়েছে দেখে নেওয়া যাক।
Samsung Galaxy M16 5G এর দাম ও অফার
স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ১১,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এটি ১,২০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার সহ বিক্রি হচ্ছে। এরজন্য ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এছাড়া অন্যান্য ব্যাঙ্কের কার্ডেও ডিসকাউন্ট রয়েছে। উপরন্তু, পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে ১০,২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া সম্ভব।
Samsung Galaxy M16 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে। এতে ৬ বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলো হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
Samsung Galaxy M16 5G স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য থাকছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।