ভারতে গ্যালাক্সি এস২৫ সিরিজ লঞ্চ করার পরে স্যামসাং এবার নতুন দুটি স্মার্টফোন, Samsung Galaxy M16 এবং Samsung Galaxy F16 5G লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই আসন্ন দুটি ডিভাইস বিআইএস সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। আজ আবার এদের সার্টিফিকেশন সাইটে লাইভ হয়েছে। এখান থেকে ফোনগুলির র্যাম জানা গেছে।
91mobiles এর রিপোর্ট থেকে জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এম১৬ এবং স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি এর সাপোর্ট পেজ অফিসিয়াল সাইটে লাইভ হয়েছে। এই দুটি পেজ থেকে জানা যায়, গ্যালাক্সি এম১৬-এর মডেল নম্বর এসএম-এম১৬৬পি। গ্যালাক্সি এফ১৬ ফোনের মডেল নম্বর এসএম-এম১৬৬পি।
এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এম১৬ এবং স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি এর জিবি র্যাম সম্পর্কে জানা গেছে। সামনে এসেছে যে, এম১৬ ও এফ১৬ ফোনে থাকবে ৪ জিবি র্যাম। হ্যান্ডসেট দুটি ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে, যা এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।
Samsung Galaxy M16 ও Samsung Galaxy F16 5G এর অন্যান্য স্পেসিফিকেশন
রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এম১৬ মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর সহ লঞ্চ হতে পারে, আবার এফ১৬ মডেলে ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপ। এছাড়াও ফোনগুলিতে কানেক্টিভিটির জন্য ডুয়েল সিম কার্ড স্লট, ওয়াই-ফাই, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে।
কবে লঞ্চ হবে এবং দাম কত হবে
মনে করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এম১৬ এবং স্যামসাং গ্যালাক্সি এফ১৬ মার্চের পরে বা এপ্রিলের শুরুতে লঞ্চ হতে পারে। দুটি হ্যান্ডসেটের দাম পড়বে ১৫ হাজার টাকার কম। অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন থেকে পাওয়া যাবে ফোন দুটি।