ভারতে গ্যালাক্সি এস২৫ সিরিজ লঞ্চ করার পরে স্যামসাং এবার নতুন দুটি স্মার্টফোন, Samsung Galaxy M16 এবং Samsung Galaxy F16 5G লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই আসন্ন দুটি ডিভাইস বিআইএস সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। আজ আবার এদের সার্টিফিকেশন সাইটে লাইভ হয়েছে। এখান থেকে ফোনগুলির র্যাম জানা গেছে।
91mobiles এর রিপোর্ট থেকে জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এম১৬ এবং স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি এর সাপোর্ট পেজ অফিসিয়াল সাইটে লাইভ হয়েছে। এই দুটি পেজ থেকে জানা যায়, গ্যালাক্সি এম১৬-এর মডেল নম্বর এসএম-এম১৬৬পি। গ্যালাক্সি এফ১৬ ফোনের মডেল নম্বর এসএম-এম১৬৬পি।
এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এম১৬ এবং স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি এর জিবি র্যাম সম্পর্কে জানা গেছে। সামনে এসেছে যে, এম১৬ ও এফ১৬ ফোনে থাকবে ৪ জিবি র্যাম। হ্যান্ডসেট দুটি ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে, যা এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।
রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এম১৬ মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর সহ লঞ্চ হতে পারে, আবার এফ১৬ মডেলে ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপ। এছাড়াও ফোনগুলিতে কানেক্টিভিটির জন্য ডুয়েল সিম কার্ড স্লট, ওয়াই-ফাই, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে।
মনে করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এম১৬ এবং স্যামসাং গ্যালাক্সি এফ১৬ মার্চের পরে বা এপ্রিলের শুরুতে লঞ্চ হতে পারে। দুটি হ্যান্ডসেটের দাম পড়বে ১৫ হাজার টাকার কম। অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন থেকে পাওয়া যাবে ফোন দুটি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.