Samsung Galaxy M17e 5G বাজারে আসার আগে উপস্থিত সার্টিফিকেশন সাইটে

Samsung বাজারে তাদের নতুন বাজেট 5G স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। সম্প্রতি গুগল প্লে কনসোল সাপোর্টেড ডিভাইস লিস্টে এই ডিভাইসটিকে দেখা গেছে। এই হ্যান্ডসেটের নাম Galaxy M17e 5G। এখান থেকে ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গেছে। যদিও কোম্পানির তরফে এখনও ডিভাইসটি সম্পর্কে কিছুই নিশ্চিত করা হয়নি, তবে আশা করা যায় Samsung Galaxy M17e 5G শীঘ্রই লঞ্চ হবে।
Google Play Console-এ উপস্থিত হল Samsung Galaxy M17e 5G
টেক আউটলুক এর রিপোর্ট অনুযায়ী, গুগল প্লে কনসোলে Galaxy M17e 5G এর মডেল নম্বর দেখা গেছে SM-M076B। আর ডিভাইসটির কোডনেম লেখা আছে A07x। এখান থেকেই ধারণা করা হচ্ছে, এই ফোনটি আসলে আসন্ন Galaxy A07 5G-এরই রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এর আগেও স্যামসাংকে আমরা এই কাজ করতে দেখেছি।
জানিয়ে রাখি, এতদিন অনেকেই এই হ্যান্ডসেটটিকে Galaxy M07 5G বলে মনে করছিলেন। কিন্তু প্লে কনসোল সাইটে পরিষ্কার ভাবে লেখা আছে এর নাম রাখা হয়েছে Galaxy M17e 5G। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি সাম্প্রতিক সময়ে তাদের ডিভাইসের নামকরণ পদ্ধতিতে কিছু পরিবর্তন এনেছে। “e” লেটারটি সাধারণত তারা আল্ট্রা-বাজেট ফোনে ব্যবহার করে, যেমন Galaxy A0Xe সিরিজের মডেলগুলিতে আমরা এই ব্যবহার দেখেছি। Galaxy M1X লাইনে এই “e” লেটারের ব্যবহার খুব একটা দেখা যায় না। তাই এই নামটা কিছুটা অপ্রত্যাশিত বলতেই হয়।
Samsung Galaxy M17e 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
গ্যালাক্সি এ০৭ ৫জি মডেলটিও সম্প্রতি গুগল প্লে কনসোল সাইটে তালিকাভুক্ত হয়েছিল। সেখান থেকে জানা গেছে, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ও ৮ জিবি র্যাম থাকবে। আর স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিনে চলবে। আরও একটি সার্টিফিকেশন সাইট ইঙ্গিত দিয়েছে এতে ৬০০০ এমএএইচ ব্যাটারির থাকতে পারে। যদি গ্যালাক্সি এম১৭ই ৫জি সত্যি সত্যি এ০৭ ৫জি এর রিব্র্যান্ডেড ভার্সন হয়, তাহলে এই স্পেসিফিকেশনগুলি আমরা আলোচ্য মডেলেও দেখতে পাবো।
Galaxy F সিরিজ নিয়ে ধোঁয়াশা
এই মুহূর্তে স্পষ্ট নয়, Samsung আদৌ Galaxy F07 5G বাজারে আনবে কিনা, কিংবা এই ডিভাইসটিকে Galaxy F17e 5G নামে লঞ্চ করবে কিনা। আপাতত সবই জল্পনা। তবে একটা বিষয় পরিষ্কার Samsung বাজেট 5G সেগমেন্টে নাম, সিরিজ আর পজিশনিং নিয়ে নতুনভাবে ভাবছে।
