স্যামসাং ভারতে প্রতিটি বিভাগে বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করে। এমত পরিস্থিতিতে আপনার বাজেট যদি ১৫ হাজার টাকা পর্যন্ত হয় এবং আপনি এই রেঞ্জে স্যামসাংয়ের 5G ফোন কিনতে চান, তাহলে Samsung Galaxy M35 5G বেছে নিতে পারেন। ডিভাইসটি এখন বিশেষ ব্যাঙ্ক অফার ও কুপন ডিসকাউন্ট সহ কম দামে কেনা যাচ্ছে।
Samsung Galaxy M35 5G কিনুন বাম্পার অফারে
অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৪৯৯ টাকা। এই ফোনের সাথে ৫০০ টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের সাথে পেমেন্টে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ১৫,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। এই ছাড়ের মূল্য নির্ভর করবে পুরোনো হ্যান্ডসেটের মডেল ও কন্ডিশনের ওপর। এই ডিভাইসটি মুনলাইট ব্লু, ডেব্রেক ব্লু এবং থান্ডার গ্রে কালারে পাওয়া যাবে।
Samsung Galaxy M35 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে ৬.৬-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে আছে যার রেজোলিউশন ফুল এইচডি প্লাস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি এক্সিনস ১৩৮০ প্রসেসরের সাথে এসেছে। এটি পাঁচ বছর ধরে ৪টি বড় অ্যান্ড্রয়েড আপডেট ও সিকিউরিটি আপডেট পাবে।
ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো অ্যাঙ্গেল। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ডিভাইসে ২৫ ওয়াট চার্জিং সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।