৪৫০০ টাকা দাম কমলো ৬,০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy M35 5G ফোনের

নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য সুখবর। স্যামসাং এর জনপ্রিয় মিড-রেঞ্জ ৫জি ফোন Galaxy M35 5G এখন কম দামে বিক্রি হচ্ছে। লঞ্চের সময় এই ডিভাইসটির মূল্য ধার্য করা হয়েছিল ১৯,৯৯৯ টাকা, তবে এখন অ্যামাজনে এটি বিক্রি হচ্ছে মাত্র ১৫,৪৯৯ টাকায়। অর্থাৎ সরাসরি ৪,৫০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, Samsung Galaxy M35 5G কেনার সময় কিছু নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরও প্রায় ৪৬৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে ফোনটি এখন সাশ্রয়ী মূল্যে কিনে নেওয়া যাবে।

যদিও অফার এখানে শেষ হয়নি। ক্রেতাদের জন্য এক্সচেঞ্জ অফারের বিকল্প রয়েছে। পুরনো স্মার্টফোন বদলে স্যামসাং ডিভাইসটি নিতে চাইলে প্রায় ১৪,৬৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। এই‌ এক্সচেঞ্জ ভ্যালু কতটা পাওয়া যাবে, তা নির্ভর করবে আপনার ফোনের বর্তমান অবস্থা, কোন ব্র্যান্ডের সেট, আর স্যামসাং-এর এক্সচেঞ্জ পলিসির ওপর।

Samsung Galaxy M35 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে, যেটা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার‌ জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে এক্সিনস ১৩৮০ চিপসেট। ডিভাইসটি সর্বোচ্চ ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি স্মার্টফোনের পিছনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M35 5G ডিভাইসে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এটি চলে অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক ওয়ানইউআই ৬.১ কাস্টম স্কিনে চলে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সহ ডুয়েল স্টেরিও স্পিকার উপস্থিত।