সবচেয়ে সস্তায় কিনুন Samsung Galaxy M35 5G স্মার্টফোন, ৩১ তারিখ পর্যন্ত অফার

কম বাজেটে দুর্দান্ত ফিচারের স্মার্টফোন কিনতে চাইলে আপনি বেছে নিতে পারেন Samsung Galaxy M35 5G। অ্যামাজনে এই ফোনের আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। এম সিরিজের ডিভাইসটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট মাত্র ১৩,৪৯৯ টাকায় এই ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে। যেখানে এর আসল দাম ১৩,৯৯৯ টাকা। অ্যামাজন এর সাথে ৫০০ টাকার কুপন ডিসকাউন্ট দিচ্ছে। এই অফারটি বৈধ ৩১ মে পর্যন্ত।
যদিও অফার এখানেই শেষ নয়, অ্যামাজন Samsung Galaxy M35 5G এর সাথে দিচ্ছে ৪১৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া রয়েছে এক্সচেঞ্জ অফারের সুবিধা, যেখানে পুরানো ফোন এক্সচেঞ্জ করে ডিসকাউন্ট পাওয়া যাবে। সাথে রয়েছে আকর্ষণীয় EMI অপশনও।
Samsung Galaxy M35 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি এর অন্যতম মূল আকর্ষণ এর ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ডিভাইসে এক্সিনহ ১৩৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ানইউআই ৬.১ কাস্টম স্কিনে চলে। এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস Super AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস+।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M35 5G মডেলে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সঙ্গে থাকছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।