সস্তায় চমৎকার ফিচার, Samsung Galaxy M36 5G এই বিশেষ প্রসেসর ও ৬ জিবি র‌্যাম সহ লঞ্চ হচ্ছে

স্যামসাং জনপ্রিয় এম-সিরিজের নতুন ফোন হিসেবে Samsung Galaxy M36 5G বাজারে আনতে চলেছে। এই ডিভাইসটি Galaxy M35 5G এর উত্তরসূরি হবে। সম্প্রতি এই আপকামিং স্যামসাং স্মার্টফোনটি বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench-এ উপস্থিত হয়েছে। এখান থেকে ডিভাইসটির প্রসেসর, র‌্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে। বেঞ্চমার্ক সাইটে হ্যান্ডসেটটি SM-M366B মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। Samsung Galaxy M36 5G এর ক্ষেত্রে এই মডেল নম্বর ব্যবহার হতে আমরা অন্যান্য সার্টিফিকেশন সাইটেও দেখেছিলাম।

Samsung Galaxy M36 5G ফোনকে দেখা গেল Geekbench-এ

গিকবেঞ্চ থেকে জানা গেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে ব্যবহার করা হবে এক্সিনস ১৩৮০ চিপসেট, যার মডেল নম্বর S5E8835। এই চিপসেটটি স্যামসাংয়ের নিজস্ব ৫ এনএম প্রযুক্তিতে তৈরি এবং এতে রয়েছে চারটি ২.৪০ গিগাহার্টজ পারফরম্যান্স কোর ও চারটি ২.০ গিগাহার্টজ এফিসিয়েন্সি কোর। স্মার্টফোনটি ৬ জিবি র‌্যাম সহ এখানে তালিকাভুক্ত হয়েছে, তবে আমাদের বিশ্বাস লঞ্চের সময় এর আরও কয়েকটি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে।

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে ১০০৪ এবং মাল্টি-কোর টেস্টে ২৮৮৬ পয়েন্ট পেয়েছে। ফলে ডিভাইসটি দৈনন্দিন কাজের পাশাপাশি গেমিং ও মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও ভালো পারফরম্যান্স দেবে।

এর আগে জানা গিয়েছিল Samsung Galaxy M36 5G হ্যান্ডসেটে গ্রাফিক্সের জন্য Mali G68 জিপিইউ দেওয়া হবে। আর ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। স্বাভাবিকভাবেই এতে ওয়ান ইউআই ৭ ইন্টারফেস পাওয়া যাবে।

আশা করা হচ্ছে Samsung Galaxy M36 5G চলতি বছরের মে মাসে লঞ্চ হবে। এম-সিরিজের ফোনগুলো সাধারণত অ্যামাজন-এক্সক্লুসিভ হয়ে থাকে, নতুন মডেলের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না বলেই আমাদের অনুমান।