Samsung খুব শীঘ্রই মিড-রেঞ্জ সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Galaxy M36 ভারতে লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই Samsung India-এর অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির সাপোর্ট পেজে লাইভ হয়েছে। ফলে বলতে দ্বিধা নেই যে, ডিভাইসটি লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেছে। উল্লেখ্য, এটি Samsung Galaxy M35 এর উত্তরসূরি হিসেবে আসবে, যেটি মে মাসের শেষ সপ্তাহে বাজারে এসেছিল।
স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম৩৬ এর মডেল নম্বর SM-M366B/DS হবে। যদিও স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে পূর্ববর্তী বিভিন্ন লিক ও রিপোর্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
আরও পড়ুন: Vivo, Moto ও Nothing ফোন কিনুন রেকর্ড ছাড়ে, চলছে ফ্লিপকার্ট মোবাইল ফেস্ট সেল
এপ্রিল ২০২৫-এ স্যামসাং গ্যালাক্সি এম৩৬ বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench-এ উপস্থিত হয়েছে। এই ডিভাইসে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ১৩৮০ চিপসেট ব্যবহার করা হবে। এই প্রসেসরটি গ্যালাক্সি এ৩৬ মডেলে ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ এর থেকে আলাদা।
গিকবেঞ্চ অনুযায়ী, এই ফোনে ৬ জিবি র্যাম এবং আন্ড্রয়েড ১৫ (One UI 7) অপারেটিং সিস্টেম থাকবে। সিঙ্গল-কোর টেস্টে এটি ১০০৪ এবং মাল্টি-কোর টেস্টে ২৮৮৬ পয়েন্ট অর্জন করেছে। গ্রাফিক্সের জন্য পাওয়া যাবে Arm Mali-G68 জিপিইউ।
আরও পড়ুন: ১২ জিবি র্যাম ও দুর্দান্ত ক্যামেরার Realme Narzo 70 Turbo এখন ২০ হাজার টাকার কমে
জানিয়ে রাখি, Samsung Galaxy M36 ইতিমধ্যেই ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ও ব্লুটুথ এসআইজি থেকে সার্টিফিকেশন পেয়েছে। এই ফোনের সামনে দেখা যাবে ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস Super AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস লেভেল ১৯০০ নিট। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার সেটআপ থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি পর্যন্ত র্যাম সহ আসতে পারে।
জানিয়ে রাখি, Samsung সাধারণত তাদের M সিরিজের ফোন অনলাইনে লঞ্চ করে, আর এগুলি অ্যামাজন থেকে কেনা যায়। Samsung Galaxy M36 এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। এর দাম রাখা হতে পারে ২৫,০০০ টাকার কম।
আরও পড়ুন:
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.