Samsung Galaxy M56 5G এখন 6000 টাকা সস্তা, এত কমে প্রথমবার কেনার সুযোগ

স্যামসাং ফোন খোঁজ করলে এই খবর আপনার জন্য। Galaxy M সিরিজের জনপ্রিয় 5G ফোন Samsung Galaxy M56 5G এখন অনেকটাই সস্তা হয়ে গেছে। লঞ্চের সময় স্মার্টফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৭,৯৯৯ টাকা। তবে এখন Amazon India সাইটে ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ২১,৯৯৯ টাকায়। অর্থাৎ আপনি পুরো ৬,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। ফলে এটা যে একটা সুবর্ণ সুযোগ তা বলার অপেক্ষা রাখে না।

ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফারে আরও লাভ

কেবল সরাসরি ডিসকাউন্ট নয়, অ্যামাজন থেকে এই ফোন কিনলে ১,০৯৯ টাকার ক্যাশব্যাকও পাওয়া যাবে। সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরানো ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ছাড় মিলতে পারে। যদিও এক্সচেঞ্জ ভ্যালু কত টাকা পাবেন তা নির্ভর করবে ডিভাইসের অবস্থা, ব্র্যান্ড ও Amazon-এর এক্সচেঞ্জ পলিসির উপর।

Samsung Galaxy M56 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি হ্যান্ডসেটে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এর পিক ব্রাইটনেস ১২০০ নিটস। স্ক্রিন প্রোটেকশনের জন্য রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে এক্সিনস ১৪৮০ চিপসেট।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য সামনে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাটারি, সফটওয়্যার ও কালার অপশন

Samsung Galaxy M56 5G ডিভাইসে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক স্যামসাং ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে। এটি পাওয়া যাচ্ছে লাইট গ্রিন এবং ব্ল্যাক কালার অপশনে।