মোবাইল

অর্ধেক দামে Samsung এর জনপ্রিয় 5G স্মার্টফোন, Galaxy AI সহ রয়েছে জমকালো ফিচার

Published on:

Samsung Galaxy S23 FE with galaxy ai features gets huge price drop by rs 27000

আপনি যদি এখন প্রিমিয়াম ফিচারের কোনো স্মার্টফোন কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে সেরা ডিল। স্যামসাংয়ের একটি ডিভাইস এই মুহূর্তে ই-কমার্স সাইটে বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে। আমরা কথা বলছি Samsung Galaxy S23 FE সম্পর্কে। এই ডিভাইসটি পুরানো হলেও দুর্দান্ত স্পেসিফিকেশনের কারণে এখনকার ট্রেন্ডিং ফোনের সঙ্গে পাল্লা দিতে পারে। এতে পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 4500mAh ব্যাটারি ও ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে।

Samsung Galaxy S23 FE এখন অর্ধেকেরও কম দামে পাওয়া যাচ্ছে

লঞ্চের সময়, এই স্মার্টফোনের 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল 59,999 টাকা এবং 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল 69,999 টাকা। তবে এখন ডিভাইসটি ই-কমার্স সাইটে লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। এর 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্ট বর্তমানে অ্যামাজনে তালিকাভুক্ত রয়েছে মাত্র 32,173 টাকায়। এই দাম ফোনের গ্রাফি কালার ভ্যারিয়েন্টের।

WhatsApp Community Join Now

আবার স্যামসাং গ্যালাক্সি S23 এফই এর 256 জিবি (গ্রাফাইট রঙ) স্টোরেজ ভ্যারিয়েন্ট বর্তমানে অ্যামাজনে 42,990 টাকায় তালিকাভুক্ত আছে। ফলে দুটি স্টোরেজ মডেল 27,000 টাকার বেশি ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। আবার এদের সাথে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও আছে।

Samsung Galaxy S23 FE এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি S23 এফই ফোনে আছে 6.4 ইঞ্চি ডায়নামিক AMOLED 2x ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস 2200 প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ওআইএস সাপোর্টসহ রিয়ার ক্যামেরা সিস্টেম বর্তমান। এই স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 10 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে 25W চার্জিং সাপোর্ট সহ 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে গ্যালাক্সি এআই সাপোর্ট সহ প্রচুর এআই ফিচার আছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন