স্যামসাং তাদের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Samsung Galaxy S23 Ultra এর দাম কমিয়ে দিল। এতে 200-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার সাথে দুর্দান্ত সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। তাই আপনি যদি ফটোগ্রাফির শখ পূরণের জন্য ভালো ক্যামেরার কোনো ফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। স্মার্টফোনটি এখন একটি ই-কমার্স প্ল্যাটফর্মে বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে। এটি মাসিক ইএমআই দিয়েও কেনা যাবে।
ভারতে লঞ্চের সময়, Samsung Galaxy S23 Ultra এর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম ছিল 1,24,999 টাকা। তবে বর্তমানে ফ্লিপকার্টে এই ভ্যারিয়েন্টটি মাত্র 76,500 টাকায় পাওয়া যাচ্ছে। এই মূল্যে ডিভাইসটির ফ্যান্টম ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট কেনা যাবে। অর্থাৎ এর দামের উপর 48,499 টাকা ডিসকাউন্ট মিলছে। এর নো কস্ট ইএমআই শুরু হবে 2,690 টাকা থেকে।
Samsung Galaxy S23 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার
ফিচারের কথা বললে স্যামসাং গ্যালাক্সি S23 Ultra ফোনে 6.81-ইঞ্চি 2X ডায়নামিক AMOLED ডিসপ্লে আছে, যার রেজোলিউশন 3088×1440 পিক্সেল। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1750 নিটের পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর দ্বারা চালিত। এই ফোনে Galaxy AI ফিচার পাওয়া যাবে।
ডিভাইসটি এস-পেন সাপোর্টের সাথে এসেএএ। এতে 45W ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী 5000mAh ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য এতে চারটি রিয়ার ক্যামেরা উপস্থিত, যার মধ্যে রয়েছে ওআইএস সাপোর্ট সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।