আপনি কি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান? কিন্তু অফারের জন্য অপেক্ষা করছেন? তাহলে আপনার জন্য সুখবর। Samsung-এর ফ্ল্যাগশিপ মডেল Galaxy S24 5G–এর এখন অনেকটাই কম দামে অনলাইনে বিক্রি হচ্ছে। ফলে এই প্রিমিয়াম ডিভাইসটি এখন অনেকটাই সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। এই ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, এক্সিনস ২৪০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৪০০০ এমএএইচ ব্যাটারি। আসুন এখন Samsung Galaxy S24 5G এর দাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতে Galaxy S24 5G স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ৭৪,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৯,৯৯৯ টাকা। এদিকে ৮ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হত ৮৯,৯৯৯ টাকা। কিন্তু এখন ডিভাইসটি এখন প্রায় ২৮ হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।
ফ্লিপকার্টে এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি এস২৪ ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে মাত্র ৪৬,৯৯৯ টাকায়। অন্যান্য স্টোরেজ ভ্যারিয়েন্টও অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এর সাথে এক্সচেঞ্জ অফারও মিলবে।
Galaxy S24 5G স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.২ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ২৬০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ভিক্টাস ২ ব্যবহার করা হয়েছে। আর জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য থাকছে IP68 রেটিং। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ২৪০০ প্রসেসর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য এর পিছনে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স উপস্থিত। এই ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং, সুপার এইচডিআর, নাইটোগ্রাফি ও বিভিন্ন AI-ভিত্তিক ফিচার সাপোর্ট করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy S24 5G মডেলে দেওয়া হয়েছে ৪০০০ এমএএইচ, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে ৭ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.