38 হাজার টাকা ডিসকাউন্ট, 200 মেগাপিক্সেল ক্যামেরার Samsung 5G ফোন বিরাট সস্তায়

স্যামসাংয়ের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চাইলে সুখবর! কারণ ব্র্যান্ডের Samsung Galaxy S24 Ultra 5G ফোনটি এখন পাওয়া যাচ্ছে বাম্পার ডিসকাউন্টে। ফলে যদি আপনি দীর্ঘদিন ধরে ডিভাইসটি কেনার কথা ভেবে থাকেন কিন্তু দামের জন্য পিছিয়ে ছিলেন, তাহলে এখনই সেরা সময় এটি নিজের করার। অফারে এই স্মার্টফোনটি ৩৮ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। আসুন কোথায় এমন অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy S24 Ultra 5G এর দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি এর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১,২৯,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে অ্যামাজনে এটি বিক্রি হচ্ছে মাত্র ৯১,২৩৫ টাকায়। অর্থাৎ লঞ্চের সময় থেকে এটি ৩৮,৭৬৪ টাকা কম। আবার অ্যামাজন এই স্মার্টফোনের উপর ৫২,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। তবে এই এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ নির্ভর করবে আপনার পুরনো ফোনের ব্র্যান্ড, মডেল ও অবস্থার উপর।

যদি আপনি এক্সচেঞ্জ বোনাস নাও পান, তবুও অ্যামাজন থেকে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি কেনা লাভজনক। কারণ স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই একই ভ্যারিয়েন্টের দাম এখন ১,১৯,৯৯৯ টাকা। উল্লেখ্য নতুন স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ৫জি এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১,২৩,৯৯৯ টাকা।

Samsung Galaxy S24 Ultra-এর ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি ফোনটি টাইটানিয়াম ফ্রেম ও Galaxy AI ফিচার সহ এসেছে। এতে পাওয়া যাবে ৬.৮ ইঞ্চির ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। ফটোগ্রাফির জন্য এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর সহ মোট চারটি রিয়ার ক্যামেরা উপস্থিত – ২০০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ১০ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।