Samsung এর জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S24 Ultra বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ। Amazon Great Summer Sale চলাকালীন ফোনটির ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সবচেয়ে কম দামে বিক্রি হবে। এই সেল ১ মে থেকে শুরু হচ্ছে এবং অফিশিয়াল লিস্টিং অনুযায়ী, ক্রেতারা ডিভাইসটি লঞ্চের দামের তুলনায় ৫০,০০০ টাকা ছাড়ে কিনতে পারবেন।
গত বছর স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ভারতে ১,৩৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে সেলের সময় এটি মাত্র ৮৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এরমধ্যে ব্যাঙ্ক অফার এবং কুপন ডিসকাউন্ট অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ডিসকাউন্টও পাওয়া যাবে, যার পরিমাণ নির্ভর করবে পুরানো ফোনের মডেল এবং অবস্থার ওপর।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ডিভাইসে S-Pen সাপোর্ট করে। এতে Galaxy AI ফিচার পাওয়া যাবে। এটি টাইটেনিয়াম গ্রে এবং টাইটেনিয়াম ব্ল্যাক কালার অপশনে উপস্থিত।
স্পেসিফিকেশনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা এর সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা লেন্স এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.