Samsung Galaxy S25 Edge ফোনে ৮ হাজার টাকা ফ্ল্যাট ছাড়, অফার ৩১ জানুয়ারি পর্যন্ত

যারা প্রিমিয়াম সেগমেন্টে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য অ্যামাজনে লোভনীয় ডিল পাওয়া যাচ্ছে। Samsung Galaxy S25 Edge 5G AI মডেলটি এই ই-কমার্স সাইটে বাম্পার ডিসকাউন্ট সহ বিক্রি হচ্ছে। সাধারণত এই ফোনের দাম বেশি হলেও, বর্তমানে অফারের কারণে ছবিটা কিছুটা বদলেছে। এর
১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০১,৯৯৯ টাকা। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত অ্যামাজনে Samsung Galaxy S25 Edge 5G AI সরাসরি ৮,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। তার উপর সর্বোচ্চ ৫,০৯৯ টাকার ক্যাশব্যাকও পাওয়া যেতে পারে।

এক্সচেঞ্জে অফারে আরও ডিসকাউন্ট

অফার এখানেই শেষ নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করে Galaxy S25 Edge কিনতে চাইলে প্রায় ৪২ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু পুরোপুরি নির্ভর করছে আপনার পুরানো ডিভাইসের কন্ডিশন, ব্র্যান্ড ও অ্যামাজনের এক্সচেঞ্জ পলিসির উপর।

Samsung Galaxy S25 Edge 5G AI এর স্পেসিফিকেশন ও ফিচার

Samsung Galaxy S25 Edge মডেলে আছে ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস সিরামিক ২। পারফরম্যান্সের জন্য এতে আছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর।

ক্যামেরা বিভাগের কথা বললে, এই হ্যান্ডসেটের পিছনে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সঙ্গে OIS সাপোর্ট। এর পাশাপাশি থাকবে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Samsung Galaxy S25 Edge ডিভাইসে ৩৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, সঙ্গে Qi ওয়্যারলেস চার্জিংও রয়েছে। এতে আইপি৬৮ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে।