শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন শাওমি ১৫ সিরিজ, যার টপ মডেল হল শাওমি ১৫ আলট্রা। খুব শীঘ্রই এই ফোন বাজারে আসতে পারে। ইতিমধ্যে টেক মহলে আসন্ন স্মার্টফোন নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর পাশাপাশি এই ফোনকে টক্কর দিতে চলেছে Samsung Galaxy S25 Edge। এই ফোনও আগামী কয়েক দিনের মধ্যে বাজারে দেখা যেতে পারে। ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে এই স্মার্টফোনে।
Samsung Galaxy S25 Edge : সম্ভাব্য ফিচার ও লঞ্চের তারিখ
চলতি বছরই লঞ্চ হয়েছে Galaxy S25 সিরিজ। এই সিরিজের অধীনে আরও একটি চমৎকার ভ্যারিয়েন্ট আনছে স্যামসাং। GSM Arena এর রিপোর্ট অনুযায়ী, Korea Today-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, Samsung Galaxy S25 Edge এপ্রিল মাসে লঞ্চ হতে পারে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে, বিশ্বব্যাপী বাজারে ১৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই ফোন উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ আসতে পারে একগুচ্ছ দুর্দান্ত ফিচারের সঙ্গে। এতে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে-সহ ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি অ্যামোলেড প্যানেল পাওয়া যাবে, যার সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ১৬০০ নিট। ফোনটিতে মিলবে আইপি৬৮ রেটিং, যা জল এবং ধুলো থেকে সুরক্ষা প্রদান করবে। অপারেটিং সফ্টওয়্যার পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫।
এর ব্যাটারি ক্যাপাসিটি থাকতে পারে শক্তিশালী ৪০০০ এমএএইচ, যা ২৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির ক্ষেত্রে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই ফোন শাওমি, ভিভো এবং ওপ্পোর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিকে যে জোরদার টক্কর দেবে তা বলার অপেক্ষা রাখে না।