আরও পাতলা, আরও স্টাইলিশ, Samsung Galaxy S25 FE নতুন ডিজাইন ও OLED ডিসপ্লে সহ বাজারে আসছে

স্যামসাংয়ের পরবর্তী বাজেট ফ্ল্যাগশিপ ফোনকে ঘিরে চর্চা অব্যাহত। আর সেই চর্চা আরও বাড়িয়ে দিল সাম্প্রতিক রিপোর্ট। আসলে সম্প্রতি একটি রিপোর্টে Samsung Galaxy S25 FE-এর ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি রিপোর্টে বলা হয়েছে, “FE” মডেলগুলি আগে যেমন তাদের মূল ফ্ল্যাগশিপ ফোনের অনেক ফিচারকে অপেক্ষাকৃত কম দামে নিয়ে এসেছিল, নতুন ডিভাইসটিও সেই ধারা বজায় রাখবে। তবে এবার কিছু চমক থাকতেও পারে।

Samsung Galaxy S25 FE আরও পাতলা হবে

ZDNet-এর এক এই রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই আগের তুলনায় আরও পাতলা হতে চলেছে। গ্যালাক্সি এস২৪ এফই যেখানে ছিল ৮.০ মিমি পুরু, সেখানে নতুন মডেলটি মাত্র ৭.৪ মিমি পুরু হতে পারে বলে রিপোর্টে বলা হয়েছে। অনেকের চোখে এটা তেমন বড় পরিবর্তন নাও মনে হতে পারে, কিন্তু ফোনের হ্যান্ডফিল এবং ডিজাইনের ক্ষেত্রে সামান্য হালকা পার্থক্যই বড় পার্থক্য গড়ে দিতে পারে। আর জানা গেছে, স্মার্টফোনটি পাতলা হওয়ার মূল কারণ থাকবে স্যামসাংয়ের নতুন ফ্লেক্সিবল OLED প্যানেল ব্যবহারের জন্য।

এদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই এর স্ক্রিনের চারপাশের বেজেল আরও সরু হবে বলে জানা গেছে। ফলে স্ক্রিনটা আগের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম লাগতে পারে। রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোনে ৬.৭ ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। আর এই ডিসপ্লে সম্ভবত HFD+ রেজোলিউশন অফার করবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই Samsung Galaxy S25 FE-কে গিকবেঞ্চে দেখা গিয়েছিল। জানা গেছে এই ফোনে থাকবে এক্সিনস ২৪০০ চিপসেট, ৮ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেখা যাবে। আর সেলফির জন্য সামনে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Photo Credit: Onleaks x SammyGuru