Samsung চলতি বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে S25 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এসেছে — Galaxy S25, Galaxy S25+, ও Galaxy S25 Ultra। গ্লোবাল মার্কেটে ফোনগুলির দাম লঞ্চের সময়েই ঘোষণা করেছিল কোম্পানি। এবার ভারতেও Samsung Galaxy S25 লাইনআপের দাম ঘোষণা হয়েছে। এদেশে ২৩ জানুয়ারি অর্থাৎ আজ থেকেই অগ্রিম বুকিং করা যাবে।
ভারতে Galaxy S25, Galaxy S25+, ও Galaxy S25 Ultra-এর দাম
স্যামসাং গ্যালাক্সি এস২৫ মডেলটি ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনে ভারতে এসেছে। দাম যথাক্রমে ৮০,৯৯৯ টাকা এবং ৯২,৯৯৯ টাকা। এটি আইসিব্লু, সিলভার শ্যাডো, নেভি, ও মিন্ট রঙে কেনা যাবে। গ্যালাক্সি এস২৫+ ভেরিয়েন্টও ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভার্সনে এসেছে। দাম যথাক্রমে ৯৯,৯৯৯ টাকা ও ১,১১,৯৯৯ টাকা। এই ফোন নেভি, সিলভার শ্যাডো কালার অপশনে উপলব্ধ।
অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রার দাম ১,২৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এটি ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজের মূল্য। এছাড়া, গ্যালাক্সি এস২৫ সিরিজের সবচেয়ে অত্যাধুনিক এই ফোন ১২ জিবি + ৫১২ জিবি স্টোরেজ ও ১২ জিবি + ১ টিবি স্টোরেজ কনফিগারেশনে মিলবে। দাম যথাক্রমে ১,৪১,৯৯৯ টাকা ও ১,৬৫,৯৯৯ টাকা। এটি টাইটানিয়াম সিলভারব্লু, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম হোয়াইটসিলভার, টাইটানিয়াম ব্ল্যাক কালার অপশনে এসেছে।
প্রি-অর্ডার অফার
Galaxy S25 Ultra প্রি-অর্ডার করলে ২১,০০০ টাকা পর্যন্ত বেনিফিট মিলবে। যার মধ্যে রয়েছে ১২,০০০ টাকার স্টোরেজ আপগ্রেড, যেখানে ১২ জিবি + ৫১২ জিবি ভার্সনটি ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজের মূল্যে কেনার সুযোগ পাবে ক্রেতারা। সঙ্গে মিলবে ৯,০০০ টাকার আপগ্রেড বোনাস। এছাড়াও, ৯ মাসের নো-কস্ট ইএমআই স্কিমে কিনলে ৭,০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
যে সব ক্রেতা Galaxy S25+ প্রি-অর্ডার করবে, তাঁরা ১২,০০০ টাকা পর্যন্ত বেনিফিট পাবে। আর বেস মডেলটির সঙ্গে দেওয়া হচ্ছে ১১,০০০ টাকার আপগ্রেড বোনাস। এটিও ৯ মাসের নো-কস্ট ইএমআই অপশনে কিনলে ৭,০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। স্যামসাং উভয় মডেলের জন্য বিভিন্ন নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে (এনবিএফসি)মাধ্যমে ২৪ মাসের নো-কস্ট ইএমআই অফার করছে।।