ভারতীয় সময় মধ্যরাতে নতুন বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড Samsung Galaxy S25 এবং Galaxy S25+ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল। এই দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কাস্টম Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, সংস্থার অত্যাধুনিক গ্যালাক্সি AI ফিচার্স রয়েছে ফোন দুটিতে। বেস ও প্লাস মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।
উভয় স্মার্টফোনই Android 15 নির্ভর One UI 7 ইন্টারফেসে চলবে। Samsung Galaxy S25 সিরিজ (Ultra মডেল ধরে) সাত বছর ধরে অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি আপগ্রেড পাবে বলে নিশ্চিত করা হয়েছে। আর নতুন Galaxy AI যে বৈশিষ্ট্যগুলি অফার করবে, তার মধ্যে অডিও ইরেজার সহ নাও ব্রিফ এবং নাইট ভিডিও রয়েছে।
Samsung Galaxy S25 এবং Galaxy S25+ স্পেসিফিকেশন এবং ফিচার্স
স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফোনের সামনে ৬.২ ইঞ্চি ফুল-এইচডি+ (১০৫০x২৩৪০ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২x ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ওা ২,৬০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। গ্যালাক্সি এস২৫+ মডেলটি আরও বড় ৬.৭ ইঞ্চি (২৪৪০x৩২১০) পিক্সেল ডায়নামিক অ্যামোলেড ২x ডিসপ্লের সঙ্গে এসেছে। এটিও এক রিফ্রেশ রেট ও পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
দুই ফোনেই ১২ জিবি র্যামের সঙ্গে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর বর্তমান। ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি স্টোরেজ অপশন থাকছে। বেস মডেলটি ২৫ ওয়াট চার্জিং সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে, যেখানে প্লাস ভেরিয়েন্টে ৪৫ ওয়াট চার্জিং যুক্ত ৪,৯০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। দুই ফোনেই ওয়্যারলেস চার্জিং, আইপি৬৮ রেটিং, ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ ও এস২৫-এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। সেগুলি হল — ২x ইন-সেন্সর জুম, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ও এফ/১.৮ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং এফ/২.২ অ্যাপারচার সহ একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ৩x অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। দুই ফোনেরই সামনে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Samsung Galaxy S25 এবং Galaxy S25+ দাম
Galaxy S25 বেস মডেলটির দাম (১২+১২৮ জিবি) ৭৯৯ ডলার থেকে শুরু, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৯,১০০ টাকা। অন্যদিকে, S25+ ভেরিয়েন্টের স্টার্টিং প্রাইস ৯৯৯ ডলার (প্রায় ৮৬,৪০০ টাকা)। ভারতে এই ফোনগুলির দাম শীঘ্রই ঘোষণা হবে বলে আশা করা যায়।