সম্প্রতি Samsung Galaxy S25 সিরিজের স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। সিরিজের ডিভাইসগুলিতে চমৎকার এআই ফিচার আছে। ফোনগুলিতে গুগল জেমিনি এআই এর সুবিধা পাওয়া যাবে। এখন আবার Samsung ঘোষণা করেছে যে ভারতের Galaxy S25 সিরিজের ফোন ব্যবহারকারীরা জেমিনি লাইভের সাথে হিন্দি ভাষার সাপোর্ট পাবে।
দক্ষিণ কোরিয়ার সংস্থাটি নিশ্চিত করেছে যে জেমিনি লাইভে গ্যালাক্সি এস২৫ সিরিজের মাধ্যমে সমর্থিত প্রথম লোকাল ভাষা হল হিন্দি। ভারতে অনেকেই স্যামসাংয়ের ফোন ব্যবহার করে। সংস্থার নতুন ফ্ল্যাগশিপ মডেলগুলি কেনার জন্য ইতিমধ্যেই স্টোরগুলিতে ভিড় জমাতে শুরু করেছে মানুষ। তারা এবার হিন্দিতেও এআই ফিচারের আনন্দ উপভোগ করতে পারবে। হিন্দির পাশাপাশি জেমিনি লাইভ ইংরেজি ও কোরিয়ান ভাষার সাপোর্ট অফার করে।
জেমিনি লাইভে হিন্দি ভাষাকে যুক্ত করার ফলে ব্যবহারকারীরা এই এআই টুলের সাথে নিজেদের ভাষায় কথা বলতে পারবে এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে। যেমন, ফোনের গ্যালারিতে কোনও ফটো সার্চ করা হোক বা সেটিংসে পরিবর্তন আনা, শুধু কথা বলাই করে ফেলা যাবে।
লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলির দাম: Galaxy S25 সিরিজের ভারতে দাম শুরু হয়েছে ৮০,৯৯৯ টাকা থেকে। সিরিজের টপ মডেল Galaxy S25 Ultra-এর ১ টিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ১.৬৫ লক্ষ টাকা।