বিভিন্ন প্রিমিয়াম গ্যাজেটে এখন ক্র্যাশ ডিটেকশন ফিচার পাওয়া যায়। অ্যাপল তাদের আইফোনে এবং অ্যাপল ওয়াচে ইতিমধ্যেই এই ফিচার দিয়েছে। আর রিপোর্ট অনুযায়ী স্যামসাংয়ের ফোনেও ক্র্যাশ ডিটেকশন ফিচার উপলব্ধ হতে চলেছে। আসন্ন Samsung Galaxy S25 সিরিজ গাড়ি ক্র্যাশ ডিটেকশন ফিচার সহ লঞ্চ হতে চলেছে বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী 22 জানুয়ারী, 2025 তারিখে এই সিরিজ লঞ্চ হবে বলে গুঞ্জন আছে।
এই সিরিজের টপ-অফ-দ্য-লাইন মডেল, Samsung Galaxy S25 Ultra কার ক্র্যাশ ডিটেকশন ফিচার সহ আসবে। অ্যাপল ও গুগলের স্মার্টফোনে ইতিমধ্যেই এই ফিচার পাওয়া যাচ্ছে। এখন স্যামসাং ফোন ব্যবহারকারীরাও ফিচারটি উপভোগ করবে। জানিয়ে রাখি, গ্যালাক্সি S25 সিরিজের স্মার্টফোনগুলি আগামী 4 ফেব্রুয়ারি থেকে কেনা যাবে।
Samsung Galaxy S25 Ultra মডেলে থাকবে ক্রাশ ডিটেকশন ফিচার
একটি রিপোর্টে বলা হয়েছে, গ্যালাক্সি S25 আল্ট্রা মডেলে ভার্চুয়াল কম্পোজিট সেন্সরের মাধ্যমে ক্র্যাশ ডিটেকশন ফিচার জুড়ে দেওয়া হবে। স্মার্টফোনের অ্যাক্সেলেরোমিটার এবং জিপিএসের মতো ডেডিকেটেড সেন্সর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে যেকোনো দুর্ঘটনা শনাক্ত করবে এই সেন্সর।
তবে ওয়ান ইউআইয়ের লেটেস্ট ভার্সনে এই ফিচারটি বর্তমানে সক্রিয় নেই। এর আগে ওয়ান ইউআই 5.1.1 এবং স্যামসাংয়ের অন্যান্য ডিভাইস যেমন গ্যালাক্সি S24 সিরিজ এবং লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোনে এই ফিচারের উল্লেখ পাওয়া গেছে।
ফিচারটি মোকামোবাইল নামে একটি হিডেন অ্যাপ সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে বলে জানা গেছে, যা ভার্চুয়াল সেন্সরগুলি চালু এবং বন্ধ করার জন্য কোড রেফারেন্স সরবরাহ করে।