মোবাইল

আইফোন ফেল! বাজার কাঁপাচ্ছে Samsung Galaxy S25 সিরিজ, তৈরি হল নতুন রেকর্ড

Published on:

Samsung galaxy s25 series received 4 3 lakh pre orders in india

Samsung Galaxy S সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলি নিয়ে প্রতি বছর ক্রেতাদের উন্মাদনা চরমে থাকে। আর চলতি বছরেও তার অন্যথা হচ্ছে না। বর্তমানে Galaxy S25 সিরিজ ভারতের শীর্ষস্থানীয় অনলাইন এবং অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে। ফোনগুলি গত মাসে ভারতে লঞ্চ হয়েছে এবং একইদিনে অগ্রিম বুকিং চালু হয়েছিল। শুনলে অবাক হবেন যে স্যামসাং তার হোম মার্কেট অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে S25 সিরিজের ১.৩ মিলিয়ন অর্থাৎ ১৩ লক্ষ প্রি-অর্ডার পেয়েছে। এবার ভারতেও অগ্রিম অর্ডারের অঙ্ক প্রকাশ করল তারা।

স্যামসাং জানিয়েছে যে তারা ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত গ্যালাক্সি এস২৫ সিরিজের ৪ লক্ষ ৩০ হাজারের বেশি প্রি-অর্ডার পেয়েছে। দুই সপ্তাহের মধ্যে এই নজির গড়েছে সংস্থাটি। এটি পূর্বসূরী গ্যালাক্সি এস২৪ সিরিজের তুলনায় ২০ শতাংশ বেশি বলে দাবি করা হয়েছে। প্রি-বুক করা গ্রাহকদের জন্য বিভিন্ন বেনিফিট অফার করা হচ্ছে।

আরও পড়ুনঃ চার্জ সহজে শেষ হবে না, স্মার্টফোনের ব্যাটারি ভাল রাখার পাঁচটি সেরা উপায় জেনে রাখুন

স্যামসাং ইন্ডিয়ার এমএক্স বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজু পুল্লান বলেন, এই বছর তারা তাদের ফ্ল্যাগশিপ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ১৭,০০০টি আউটলেটে প্রসারিত করেছে। এই পদক্ষেপ ছোট শহরগুলিতে ক্রেতাদের চাহিদা পূরণ করতে সাহায্য করেছে। নয়ডাতে গ্যালাক্সি এস২৫ লাইনআপের ফোনগুলি উৎপাদন করা হবে। তরুণ টেক-স্যাভি প্রজন্মকেই ফ্ল্যাগশিপ ফোনের বিপুল চাহিদার কৃতিত্ব দিয়েছেন তিনি।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড S25 ফোনটির দাম ৮০,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে S25 Plus কিনতে খরচ হবে ৯০,৯৯৯ টাকা। অন্যদিকে, Galaxy S25 Ultra এর প্রারম্ভিক মূল্য ১.২৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আগ্রহী ক্রেতারা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১০,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ইএমআই লেনদেনে ৭,০০০ টাকা পর্যন্ত ছাড়ের লাভ নেওয়ার সুযোগ পাবেন।