Samsung Galaxy S25 সিরিজ আগামী 22 জানুয়ারি লঞ্চ হতে চলেছে বলে জানা গেছে। ইতিমধ্যেই এই সিরিজের ডিভাইসগুলি নিয়ে নানান রিপোর্ট সামনে আসছে। এই সিরিজের অধীনে শুরুতে তিনটি ফোন বাজারে আসতে পারে – Galaxy S25, Galaxy S25 Plus ও Galaxy S25 Ultra। সম্প্রতি জানা যায় এতে কার ক্রাশ ডিটেকশন ফিচার পাওয়া যাবে। আজ আবার একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Galaxy S25 সিরিজের সাথে Gemini অ্যাডভান্স এর ফ্রি সাবস্ক্রিপশন মিলবে ব্যবহারকারীদের।
Samsung Galaxy S25 সিরিজের সাথে পাওয়া যাবে উন্নত AI অভিজ্ঞতা
অ্যান্ড্রয়েড অথোরিটির রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের ফোন ব্যবহারকারীরা জেমিনি অ্যাডভান্সের ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করবেন। গুগল অ্যাপের বিটা 15.52.37 ভার্সনের সফটওয়্যার কোডের মধ্যে এর উল্লেখ আছে। তবে এটি ট্রায়াল সাবস্ক্রিপশন হবে বলেই আমাদের অনুমান। অর্থাৎ ব্যবহারকারীরা 3 মাস, 6 মাস, 9 মাস বা 12 মাসের জন্য জেমিনি অ্যাডভান্স ট্রায়াল সাবস্ক্রিপশন পাবেন।
অ্যান্ড্রয়েড অথোরিটি গুগল অ্যাপের কোডিংয়ের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। এই স্ক্রিনশটে Samsung S25 এর পাশাপাশি ‘3’ লেখা দেখা গেছে। মনে করা হচ্ছে এর দ্বারা মাস বোঝানো হয়েছে। সম্ভবত ‘3’ এর অর্থ 9 মাস, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের সাথে 9 মাস জেমিনি অ্যাডভান্সের ট্রায়াল সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
রিপোর্টে বলা হয়েছে, গুগল ও স্যামসাং আগামী 22 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এই অফারের কথা ঘোষণা করবে। রিপোর্টে এও অনুমান করা হয়েছে যে, সিরিজের প্রথম দুটি মডেলের সাথে 6 মাসের সাবস্ক্রিপশন অফার করা হতে পারে। যেখানে আল্ট্রা মডেল ব্যবহারকারীরা আরও বেশি মাস সাবস্ক্রিপশন পাবেন।
এদিকে সম্প্রতি জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের আল্ট্রা মডেল কার ক্রাশ ডিটেকশন ফিচার সহ আসবে। ইতিমধ্যেই অ্যাপল আইফোনে ও গুগলের পিক্সেল ফোনে এই ফিচার পাওয়া যায়। এবার স্যামসাং ডিভাইসেও প্রয়োজনীয় এই ফিচারটি অন্তর্ভুক্ত হতে চলেছে।