স্লিম ফোনের সংজ্ঞা বদলে দেবে Samaung, আনছে অবিশ্বাস্য পাতলা স্মার্টফোন

Samsung-এর পরবর্তী Galaxy Unpacked ইভেন্ট ২২শে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর সংস্থার ফ্ল্যাগশিপ Galaxy S সিরিজে তিনটি মডেল লঞ্চ হয়ে থাকে। ফলে Galaxy S25, Galaxy S25 Plus, এবং Galaxy S25 Ultra নামে তিনটি ফোন বাজারে আসার কথা। কিন্তু শোনা যাচ্ছে, স্যামসাং এই বছর ফ্ল্যাগশিপ সিরিজে আরেকটি অর্থাৎ চতুর্থ ফোন আনবে। যার নাম Samsung Galaxy S25 Slim। তবে এটি চলতি মাসে রিলিজ হবে না। এই ডিভাইসটি ঠিক কবে লঞ্চ হবে এবার সেই তথ্য সামনে এসেছে।

Samsung Galaxy S25 Slim কবে লঞ্চ হবে

এক টিপস্টারের দাবি, স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম এই বছর মে মাসে লঞ্চ হতে পারে। ফলে আগামী সপ্তাহে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে শুধু গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫+, এবং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মুক্তি পাবে। তবে ওই ইভেন্টে এস২৫ স্লিমের একঝলক দেখানো হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

উল্লেখ্য, গত বছর S24 সিরিজ লঞ্চের সময় স্যামসাং তাদের প্রথম স্মার্ট আংটি ‘গ্যালাক্সি রিং’-এর ঝলক দেখিয়েছিল। শেষে জুনে গিয়ে স্মার্ট রিংটি কেনার জন্য উপলব্ধ হয়। ফলে নতুন ফোনের ক্ষেত্রে একই জিনিস দেখা যেতে পারে। এমনকি জল্পনা বাড়িয়েছে গ্যালাক্সি এস২৫ সিরিজের অফিসিয়াল টিজারে থাকা চারটি ফোনের কোণা।

Samsung Galaxy S25 Slim স্মার্টফোনটি ৬.১ থেকে ৬.৯ মিমি পুরু হবে বলে শোনা যাচ্ছে। এই খবর সত্য হলে, এটি পূর্ববর্তী S সিরিজের ডিভাইসের তুলনায় অনেকটাই পাতলা (৭.৬ মিমি) হবে। এই ডিভাইসে সিরিজের অন্যান্য মডেলের মতো Snapdragon 8 Elite প্রসেসর থাকবে বলে আশা করা যায়। স্লিম হওয়া সত্ত্বেও, ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি প্রায় ৫০০০ এমএএইচ এর কাছাকাছি থাকতে পারে।