Samsung আজই ঘোষণা করেছে, তাদের পরবর্তী Galaxy Unpacked ইভেন্ট 22শে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। প্রতি বছর সংস্থার ফ্ল্যাগশিপ Galaxy S লাইনআপে একসঙ্গে তিনটি মডেল লঞ্চ হয়ে থাকে। ফলে চলতি বছরেও Galaxy S25, Galaxy S25 Plus, এবং Galaxy S25 Ultra লঞ্চ হওয়ার কথা। কিন্তু এবার এই সিরিজে একটি চতুর্থ মডেলের ব্যাপারে জল্পনা শোনা যাচ্ছে। Samsung Galaxy S25 Slim নামে একটু নতুন ফোন বাজারে আসতে পারে।
গ্যালাক্সি এস25 স্লিমের জল্পনা তীব্র করেছে স্যামসাং প্রকাশিত একটি টিজার। যেখানে চারটি ফোনের কোণা দেখানো হয়েছে। ফলে এস25 সিরিজে চারটি মডেল আসবে বলে আশা করা হচ্ছে। আগের বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল যে, স্মার্টফোনটি 2025 সালের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল-জুনের মধ্যে লঞ্চ হবে। আনপ্যাকড ইভেন্টে দাম ঘোষণা হবে নাকি শুধু উন্মোচন হবে সেটাই এখন দেখার।
স্যামসাং গ্যালাক্সি এস25 স্লিম ভ্যারিয়েন্টে 6.66 ইঞ্চি QHD+ ডায়নামিক AMOLED 2x ডিসপ্লে রয়েছে বলে জানা গিয়েছে। ফোনটি 6.x মিমি পাতলা হবে, যে কারণেই এটির নাম স্লিম। এটি বর্তমান গ্যালাক্সি এস24 এর থেকেও সরু (7.6 মিমি)। এই সিরিজের বাকি মডেলগুলির মতো, নতুন স্লিম ফোনটিও সব অঞ্চলে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসরে চলবে বলে আশা করা যায়।
স্লিম হওয়া সত্ত্বেও, ফোনটির ব্যাটারির ক্ষমতা 4,700 থেকে 5,000mAh এর মধ্যে থাকবে বলে খবর সামনে এসেছে। এটি Galaxy S24 এর থেকে থেকে অনেক বড়, যা 4,000mAh ব্যাটারি সেল অফার করে। ক্যামেরা গ্যালাক্সি এস25 স্লিমের অন্যতম আকর্ষণ। এতে 200MP HP5 প্রাইমারি সেন্সর, একটি 50MP JN5 3.5x টেলিফটো লেন্স এবং একটি 50MP JN5 আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.