মোবাইল

Samsung Galaxy S25 Ultra এর দাম বেশি? সস্তায় সেরা বিকল্প Vivo X200 Pro সহ এই মডেলগুলি

Published on:

Samsung Galaxy S25 Ultra best alternative Smartphones

বাজারে চলে এসেছে নতুন Samsung Galaxy S25 সিরিজ। যার মধ্যে হাই-এন্ড মডেল হল Galaxy S25 Ultra। এআই ফিচার্স ছাড়াও ক্যামেরা, প্রসেসর এবং ব্যাটারি ক্যাপাসিটিতে কাঁপিয়ে দিয়েছে এই মডেল। তবে এই ফোনেরও সেরা বিকল্প রয়েছে বাজারে। এই প্রতিবেদনে তেমনই কয়েকটি স্মার্টফোন সম্পর্কে আলোচনা করা হল।

iPhone 16 Pro Max

স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার দারুন বিকল্প হতে পারে এই আইফোন। এতে রয়েছে অ্যাপলের নিজস্ব A18 Bionic প্রসেসর, যা ৮ জিবি পর্যন্ত RAM সাপোর্ট করে। এতেও রয়েছে একগুচ্ছ এআই ফিচার্স, ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা এবং অন্যান্য স্পেসিফিকেশন।

Vivo X200 Pro

ভিভোর এটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই মডেল মূলত তার ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পারফরম্যান্সের জন্য পরিচিত। এতে প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর, যা মাল্টি টাস্কিং করার জন্য আদর্শ। এই ফোনটিও স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার দারুন বিকল্প।

OnePlus 13

ভারতে ব্যাপক জনপ্রিয় ওয়ানপ্লাস। গ্যালাক্সি S25 আলট্রার বদলে ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ডিভাইস বিবেচনা করতে পারেন। এতে রয়েছে চমৎকার ক্যামেরা সেটআপ, ফাস্ট চার্জিং এবং একাধিক এআই ফিচার্স, যা আপনার দৈনন্দিন কাজ আরও সহজ করে দেবে।

Google Pixel 9 Pro XL

গুগলের সেরা স্মার্টফোন পিক্সেল ৯ প্রো এক্সএল বিবেচনা করতে পারেন। এতে রয়েছে Tensor G4 প্রসেসর, যা একাধিক ভারী ভারী কাজ সামলাতে সক্ষম। পাশাপাশি এতে ১৬ জিবি RAM পাওয়া যাবে। যেখানে গ্যালাক্সি S25 আলট্রাতে রয়েছে ১২ জিবি RAM।

Oppo Find X8 Pro

স্যামসাংকে টেক্কা দিতে পারে আরও এক মডেল ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো। এই ফোনে রয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর, যা ১২ জিবি পর্যন্ত RAM সাপোর্ট করে। স্যামসাংয়ের মতো ওপ্পোর তরফে গুচ্ছের এআই ফিচার্স রয়েছে এই স্মার্টফোনে।