Samsung Galaxy S25 Ultra এক ধাক্কায় অনেকটাই সস্তা হল

Samsung Galaxy S26 Ultra বাজারে আসার আগে অনেকটাই সস্তা হল Galaxy S25 Ultra। লঞ্চের সময় ফোনটির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১,২৯,৯৯৯ টাকা, তবে এখন এটি অ্যামাজনে ১,০৭,৪৪০ টাকায় তালিকাভুক্ত আছে। এখানেই শেষ নয়, এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে আরও ১,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। ফলে ডিভাইসটি ১,০৫,৯৪০ টাকায় কেনা যাবে। স্পষ্ট বোঝা যাচ্ছে, নতুন Ultra মডেল আসার আগেই পুরানো স্টক খালি করতে চাইছেন রিটেলাররা।
Samsung Galaxy S25 Ultra এর পারফরম্যান্স নতুন ফ্ল্যাগশিপের মতোই
এক বছরের পুরানো হলেও Galaxy S25 Ultra এখনো নতুন ফ্ল্যাগশিপ মডেলের অভিজ্ঞতা দেয়। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ। দৈনন্দিন কাজ হোক বা ভারী মাল্টিটাস্কিং, কোথাও ডিভাইসটিকে দুর্বল লাগে না। গেমিংয়ের কথাও আলাদা করে বলতে হয়। Genshin Impact-এর মতো হেভি গেম এখানে স্মুথ ভাবে চলে।
Samsung Galaxy S25 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আল্ট্রা স্মার্টফোনে আছে ৬.৯ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস এলটিপিও অ্যামোলেড স্ক্রিন, যা ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট ও ২৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে এই চার্জার বক্সে পাওয়া যাবে না।
ক্যামেরা সেটআপ হল Galaxy S25 Ultra ফোনের বড় শক্তি। আলো কম হোক বা বেশি, ছবিতে শার্পনেস আর ডিটেল ভালোই থাকে। আল্ট্রা-ওয়াইড ক্যামেরার আপগ্রেড চোখে পড়ার মতো। আর সাথে আছে S Pen তো সাপোর্ট। নোট নেওয়া, এডিটিং বা হালকা আঁকিবুঁকি, সবকিছুতেই কাজে লাগে এটি।

