অপেক্ষার অবসান ঘটিয়ে জানুয়ারিতে বাজারে এসেছে Samsung Galaxy S25 সিরিজ। এআইয়ের হাত ধরে এই ফোন বাজারে এনে ব্যাপক সাড়া ফেলেছে স্যামসাং। তবে এই ফোনকে টক্কর দেওয়ার জন্য রয়েছে iPhone 16 সিরিজ। দুই প্রিমিয়াম স্মার্টফোনই ভারতে বেশ জনপ্রিয়। ফিচার ও স্পেসিফিকেশনের তুলনায় কোনটা সেরা, আসুন দেখা যাক।
Galaxy S25 এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ৮০,৯৯৯ টাকা থেকে। আর iPhone 16 এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম শুরু ৭৯,৯৯০ টাকা থেকে।
Galaxy S25 মডেলে রয়েছে ৬.২ ইঞ্চি ডাইনামিক AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৬০০ নিটস পিক ব্রাইটনেস। আর iPhone 16 মডেলে পাবেন ৬.১ ইঞ্চি OLED ডিসপ্লে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিটস পিক ব্রাইটনেস। এই ফোনে পাবেন ডাইনামিক আইল্যান্ড ফিচার।
Galaxy S25 বেস মডেলে দেওয়া হয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং। iPhone 16 এর বেস মডেলে পাওয়া যাবে ৩৫৬১mAh ব্যাটারি ক্যাপাসিটি ও ২০ ওয়াট চার্জিং। পারফরম্যান্সের দিক দিয়ে গ্যালাক্সিতে রয়েছে সর্বশেষ Snapdragon 8 Elite প্রসেসর, আর আইফোনে রয়েছে অ্যাপলের নিজস্ব A18 বায়োনিক চিপ।
Samsung Galaxy S25 ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সঙ্গে ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং ৩x জুম-সহ ১০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স। অপরদিকে, iPhone 16 হ্যান্ডসেটে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। দুই স্মার্টফোনের সামনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.