গত মে মাসে Galaxy S সিরিজের সবচেয়ে স্লিম ডিভাইস হিসেবে Samsung Galaxy S25 Edge স্মার্টফোনটি লঞ্চ করা হয়, যেটি ছিল মাত্র ৫.৮ মিলিমিটার পুরু। এই স্লিম ফর্ম-ফ্যাক্টরের ডিভাইসটিকে Samsung Galaxy S25 লাইনআপের চতুর্থ মডেল হিসেবে লঞ্চ করা হয়েছিল। তবে নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি এর উত্তরসূরি মডেল হিসাবে Samsung Galaxy S26 Edge বাতিল করতে চলেছে। খুব কম সেলের কারণে স্যামসাং ‘Edge’ সিরিজটিকেই বন্ধ করার পরিকল্পনা নিয়েছে বলে শোনা যাচ্ছে।
Edge ব্র্যান্ডিংয়ের ডিভাইস তৈরির পরিবর্তে কোম্পানি সম্ভবত ফ্ল্যাগশিপ Galaxy S26 লাইনআপের বাকি মডেলগুলির ওপর মনোযোগ দেবে, যার মধ্যে Samsung Galaxy S26, Samsung Galaxy S26+ এবং Samsung Galaxy S26 Ultra অন্তর্ভুক্ত থাকবে।
দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে যে, স্যামসাং তাদের আল্ট্রা-স্লিম স্মার্টফোন লাইন, ‘এজ’ সিরিজটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। Samsung Galaxy S25 Edge এর হতাশাজনক সেলের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী বছরের স্যামসাং এস লাইনআপে আগের মতোই স্ট্যান্ডার্ড Galaxy S26, Galaxy S26+ এবং Galaxy S26 Ultra মডেলগুলি অন্তর্ভুক্ত থাকবে।
রিপোর্টে এও দাবি করা হয়েছে যে, স্যামসাং কর্তৃপক্ষ তাদের কর্মচারীদের Edge সিরিজ এবং Galaxy S26 Edge বন্ধ করার বিষয়ে জানিয়েছে। আর নতুন করে Samsung Galaxy S25 Edge তৈরি করা হবে না বলে রিপোর্টে বলা হয়েছে। তবে যেহেতু Samsung Galaxy S26 Edge এর ডেভেলপমেন্ট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তাই পরবর্তী সময়ে এটিকে ভিন্ন নামে প্রকাশ করা হতে পারে বলে আমাদের অনুমান।
সংবাদপত্রের পাশাপাশি ফোনআর্ট (PhoneArt) এবং ম্যাক্স জাম্বোর (Max Jambor) এর মতো বেশ কিছু টেক ইনসাইডারও জানিয়েছেন যে, বাজারে Galaxy S25 Edge এর খারাপ সেলস পারফরম্যান্সের কারণে স্যামসাং আনুষ্ঠানিকভাবে Samsung Galaxy S26 Edge বাতিল করেছে।
এবছর মে মাসে Samsung Galaxy S25 Edge ফোনটি লঞ্চ হয়। ভারতে এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের দাম হল ১,০৯,৯৯৯ টাকা। এটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লের সাথে এসেছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। হ্যান্ডসেটটিতে ৩,৯০০ এমএএইচ ব্যাটারি এবং পারফরম্যান্সের জন্য কাস্টম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট রয়েছে। ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy S25 Edge এর ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিটের মধ্যে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। হ্যান্ডসেটটির পরিমাপ ১৫৮.২×৭৫.৬×৫.৮ মিলিমিটার এবং এর ওজন ১৬৩ গ্রাম।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.