আগামী বছরের শুরুতে বাজারে আসবে Samsung Galaxy S26 সিরিজ। আর এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল হবে Galaxy S26 Ultra 5G। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার ডিভাইসটির রেন্ডার সামনে এসেছে। এখান থেকে স্মার্টফোনটির ক্যামেরা ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। এই রেন্ডারটি প্রকাশ করেছে টিপস্টার Ice Universe। যদিও তিনি একে “ফ্যান-মেড” বলেছেন, তবে এটিকেই আসল ডিজাইনের কাছাকাছি বলে মনে করছেন ফ্যানেরা।
স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা ৫জি এর ডিজাইনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। এর পিছনে গ্যালাক্সি জেড ফোল্ড ৭ এর মতো তিনটি ক্যামেরা লেন্স থাকবে। ফোনের ফ্রেমটাও খানিকটা মোটা বলে মনে হচ্ছে, তবে ওজন আগের মডেল থেকে কম হবে।
বিদ্যমান Galaxy S25 Ultra মডেলে কোনো আলাদা ক্যামেরা মডিউল বা বাম্প ছিল না। তবে পরবর্তী মডেলে স্যামসাং এই ডিজাইন বদলাতে চলেছে। এছাড়া জানা গেছে, Galaxy S26 Ultra 5G ডিভাইসটি পাতলা হতে পারে। আর এর ক্যামেরাতে বড়সড় আপগ্রেড দেখা যাবে। বিশেষ করে, এর ৫x টেলিফোটো লেন্সে বড় অ্যাপারচার দেওয়া হতে পারে, যাতে বেশি আলো ঢুকতে পারে।
এর ফলে ক্যামেরা মডিউলের জন্য প্রায় ৩ মিলিমিটার জায়গা লাগবে। এই কারণেই ক্যামেরা ডিজাইন Galaxy Z Fold 7 এর মতো দেখাবে। আর এই মডিউলের মধ্যে থাকবে
প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড ও ৫x টেলিফোটো লেন্স।
এর আগে জানা গিয়েছিল, এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ ফর গ্যালাক্সি প্রসেসর। স্বাভাবিকভাবেই আমরা এতে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অপারেটিং সিস্টেম পাবো। আর ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটিও বাড়ানো হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.