200MP ক্যামেরা সহ নতুন চমক, Samsung Galaxy S26 Ultra বদলে দেবে ফটোগ্রাফির সংজ্ঞা

Samsung তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S26 Ultra নিয়ে আবারও আলোচনায়। একাধিক লিক ও রিপোর্ট বলছে, ২০২৬ সালে লঞ্চ হতে চলা এই প্রিমিয়াম ফোনে ক্যামেরা ও ইমেজিং এক্সপেরিয়েন্সে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে সংস্থা। Samsung মূলত লো-লাইট ফটোগ্রাফি, শার্পনেস এবং কালার রিপ্রোডাকশন আরও নিখুঁত করার দিকেই জোর দিচ্ছে।

নতুন লিক অনুযায়ী, Galaxy S26 Ultra-তে থাকছে 200MP প্রাইমারি ক্যামেরা সেন্সর। যদিও আগের S25 Ultra-তেও 200MP সেন্সর ছিল, তবে এবারে লেন্স অ্যাপারচার ও ইমেজ প্রসেসিংয়ে আপগ্রেড দেখা যেতে পারে। এর ফলে কম আলোতেও ছবি আরও পরিষ্কার এবং ডিটেইলড হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ফোনে 50MP ultra-wide ক্যামেরা এবং 50MP periscope telephoto লেন্স থাকার কথাও শোনা যাচ্ছে। এর মানে wide-angle শট ও জুম ফটোগ্রাফিতে আরও ভালো পারফরম্যান্স পাওয়া যেতে পারে। Samsung নাকি 8K ভিডিও রেকর্ডিং এবং আপডেটেড HDR প্রসেসিং নিয়েও কাজ করছে, যা ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বেশ আকর্ষণীয় হতে পারে।

ডিজাইনের দিক থেকেও Galaxy S26 Ultra-তে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। লিক হওয়া রেন্ডার অনুযায়ী, Galaxy Z Fold 7-এর মতো একটি নতুন camera island ডিজাইন দেখা যেতে পারে। একক raised camera module ফোনটিকে আরও প্রিমিয়াম লুক দেবে, পাশাপাশি হাতে ধরলেও ব্যালান্স ভালো হতে পারে।

লঞ্চ টাইমলাইন নিয়ে বলা হচ্ছে, Samsung Galaxy S26 Ultra-এর অফিসিয়াল উন্মোচন হতে পারে ফেব্রুয়ারি ২০২৬-এ। ভারতের বাজারে ফোনটি মার্চ ২০২৬-এর শুরুতেই অনলাইন ও রিটেল স্টোরে পাওয়া যেতে পারে। Samsung এবছর Galaxy S26, S26 Plus এবং S26 Ultra এই তিনটি মডেল নিয়ে বাজারে নামবে বলে খবর।

দামের বিষয়ে এখনও নিশ্চিত কিছু নয়, তবে প্রাথমিক অনুমান অনুযায়ী Galaxy S26 Ultra-এর দাম ₹1,34,999 থেকে ₹1,59,999-এর মধ্যে থাকতে পারে। সব মিলিয়ে, Samsung এবার ক্যামেরা ও ডিজাইনের জোরে ফ্ল্যাগশিপ বাজারে আলাদা জায়গা তৈরি করতে চাইছে।