২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও শক্তিশালী জুম সেন্সরের সাথে আসছে Samsung Galaxy S26 Ultra

আগামী বছরের শুরুতে বাজারে আসবে Samsung Galaxy S26 সিরিজ। বিশেষ ভাবে বললে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সিরিজটি লঞ্চ হতে পারে। জানা গেছে এই সিরিজের অধীনে Galaxy S26 Pro, Galaxy S26 Edge ও Galaxy S26 Ultra মডেল তিনটির আগমন ঘটবে। আর এই ডিভাইসগুলিতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে লেটেস্ট স্ন্যাপড্রাগন ও এক্সিনস প্রসেসর। আজ আবার Samsung Galaxy S26 Ultra মডেলের ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

Samsung Galaxy S26 Ultra এর রিয়ার ক্যামেরায় বড় আপগ্রেড

জনপ্রিয় টিপস্টার @UniverseIce আজ জানিয়েছেন যে, Galaxy S26 Ultra স্মার্টফোনে চারটি রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরাগুলি হল ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, নতুন ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (৩এক্স জুম সহ S5K3LD সেন্সর), ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (৫এক্স জুম), এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর। এর প্রাইমারি ক্যামেরার ISOCELL HP2 সেন্সর ব্যবহার করা হবে, যার অ্যাপারচার থাকবে এফ/১.৪। আর এর সেলফি ক্যামেরা ডিসপ্লের মধ্যে থাকতে পারে।

Galaxy S26 Ultra ও Galaxy S25 Ultra মডেলের ক্যামেরার মধ্যে তুলনা

টিপস্টার জানিয়েছেন যে, স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলের প্রাইমারি ক্যামেরা গ্যালাক্সি এস২৫ আল্ট্রার প্রাইমারি সেন্সরের থেকে ৪৭% বেশি আলো নিতে পারবে। আবার ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সরের ক্ষেত্রেও উন্নতি আনা হচ্ছে। নতুন ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সরের পিক্সেল কাউন্টও বাড়ানো হচ্ছে প্রায় ২০%।

ডিজাইন ও অন্যান্য ফিচার

ক্যামেরার পাশাপাশি Samsung Galaxy S26 Ultra এর ডিজাইনেও কিছু পরিবর্তন দেখা যাবে। এটি আগের মডেলের চেয়ে কিছুটা লম্বা (১৬৩.৪ মিমি) ও চওড়া (৭৭.৯ মিমি) হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন এই ডিভাইসে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি LPDDR5X র‌্যাম সহ আসবে।