মোবাইল

ফ্রন্ট ক্যামেরা ছাড়াই অভিনব ফোন আনছে Samsung, তাহলে সেলফি উঠবে কীভাবে?

Published on:

samsung-galaxy-s26-ultra-under-display-selfie-camera-specs-leaks-features

বর্তমানে ZTE ছাড়া, অন্য কোনও স্মার্টফোন ব্র্যান্ড তাদের হ্যান্ডসেটে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা দেয় না। তবে, আগামী বছর অন্যান্য কোম্পানির ফোনেও এই বৈশিষ্ট্য যুক্ত হতে দেখা যেতে পারে। কারণ শোনা যাচ্ছে Samsung Galaxy S26 Ultra আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে বাজারে আসতে পারে। এই খবর সত্যি হলে শাওমি, ভিভোর মতো সংস্থা তাদের “আল্ট্রা”-ব্র্যান্ডেড স্মার্টফোনে ফিচারটি যোগ করতে পারে।

Galaxy S26 Ultra প্রোটোটাইপে আন্ডার ডিসপ্লে ক্যামেরা

২০২১ সালে লঞ্চ হওয়া গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ছিল স্যামসাংয়ের প্রথম ফোল্ডেবল ফোন যার অভ্যন্তরীণ ডিসপ্লের নিচে একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা ছিল। তারপর থেকে, গ্যালাক্সি জেড ফোল্ড ৪ , ফোল্ড ৫ এবং ফোল্ড ৬ মডেলেও ওই ফিচারটি থেকেছে। যেহেতু কোম্পানি এই প্রযুক্তির ব্যবহারে দক্ষ হয়ে উঠেছে, তাই আগামী বছর বাজারে আসতে চলা গ্যালাক্সি এস২৬ আল্ট্রা আন্ডার-ডিসপ্লে ক্যামেরা-সহ তাদের প্রথম রেগুলার ফ্ল্যাগশিপ ফোন হতে পারে।

একজন টিপস্টারের দাবি, Galaxy S26 Ultra-র ডিসপ্লের প্রোটোটাইপে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা রয়েছে। স্ক্রিনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল না থাকার কারণে ফুল-স্ক্রিন অভিজ্ঞতা মিলবে। Galaxy Ultra সিরিজ ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হওয়ার ফলে সেলফি ক্যামেরা দুর্ধর্ষ ছবি তুলতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

তবে মনে রাখবেন, Samsung Galaxy S26 Ultra বর্তমানে আর্লি প্রোটোটাইপ স্টেজে রয়েছে। ফলে চূড়ান্ত সংস্করণে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা নাও দেখা যেতে পারে। ফোনটির অন্যান্য সম্ভাব্য ফিচার্সের মধ্যে ৬৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, এবং স্ন্যাপড্রাগন বা এক্সিনস প্রসেসর অপশন থাকতে পারে।