Flipkart এর বাই বাই 2025 সেলে 34 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে Samsung এর স্মার্টফোন

বছর শেষহ ওয়ার আগে Flipkart নিয়ে এসেছে বাই-বাই সেল ২০২৫। এই সেলে বিভিন্ন ধরনের গ্যাজেটে অফার পাওয়া যাচ্ছে। পাশাপাশি Samsung-এর সর্বাধিক বিক্রিত স্মার্টফোনগুলিতেও বিশাল ছাড় দেওয়া হচ্ছে। এই সেলে আপনি দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটির Galaxy A এবং S সিরিজের মডেলগুলি ৩৪,০০০ টাকা পর্যন্ত ছাড় সহ কিনতে পারবেন। এই প্রতিবেদনে আমরা Samsung ফোনের উপর উপলব্ধ ৫টি সেরা ডিল সম্পর্কে বলবো।
Samsung স্মার্টফোন কিনুন ৩৪,০০০ পর্যন্ত বিশাল ছাড়ে
ফ্লিপকার্টের বাই বাই সেলে Samsung এর সবচেয়ে বেশী বিক্রি হওয়া স্মার্টফোনগুলি পাওয়া যাচ্ছে ৩৪,০০০ টাকা পর্যন্ত ছাড়ে। এক্ষেত্রে Samsung Galaxy S24 FE, Samsung Galaxy S24, Samsung Galaxy A55, Samsung Galaxy A35 এবং Samsung Galaxy F07 এর মতো ডিভাইসগুলি কম দামে কেনা যাবে। সরাসরি ছাড় ছাড়াও ব্যাঙ্ক অফার, নো-কস্ট ইএমআই অফার এবং এক্সচেঞ্জ অফার রয়েছে।
Samsung Galaxy S24 FE ফোনে সরাসরি ২৮,০০০ টাকা ছাড়
Samsung Galaxy S24 FE (৮ জিবি + ১২৮ জিবি) লঞ্চ হয়েছিল ৫৯,৯৯৯ টাকায়, তবে এখন Flipkart এর Buy-Buy সেলে মাত্র ৩১,৯৯৯ টাকায় এটি পাওয়া যাচ্ছে। এতে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সাথে আছে এক্সিনস ২৪০০ই চিপসেট, ৫০ মেগাপিক্সেল OIS প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Samsung Galaxy A35 5G এর দাম ১১,০০০ টাকা কমেছে
৩০,৯৯৯ টাকায় লঞ্চ হওয়া Samsung Galaxy A35 5G এখন Flipkart সেলে মাত্র ১৮,৪৯৯ টাকায় কেনা যাবে। ফিচার হিসেবে এতে রয়েছে ৬.৬ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy S24 5G এর উপর সেরা ডিল
অফারে Samsung Galaxy S24 5G এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৭৪,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৪০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ পুরো ৩৪,০০০ টাকা সাশ্রয় করা যাবে। আবার Flipkart Axis Bank এর কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে।
Samsung Galaxy F07 এর উপর দুর্দান্ত অফার
স্যামসাং গ্যালাক্সি এফ০৭ এই সেলে ৬,৭৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি+ পিএলএস এলসিডি স্ক্রিন, ইউনিসক টি৬১৬ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy A55 মডেলে বিশাল ছাড়ে
গ্যালাক্সি এ৫৫ স্মার্টফোনে পাওয়া যাবে ৬.৬ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং এক্সিনোস ১৩৮০ প্রসেসর। সাথে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারিও। ফ্লিপকার্টের বাই বাই সেলে এটি ২৪,৮১৭ টাকায় কেনা যাবে।
