৪০ হাজার টাকার বেশি দাম কমলো, অতি সস্তায় Samsung Galaxy Z Flip 6 বিকোচ্ছে এখান থেকে

সামসাং চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে লঞ্চ করেছে তাদের নতুন ফোল্ডেবল ফোন Samsung Galaxy Z Flip 7 5G। এই স্মার্টফোনের দাম শুরু হচ্ছে প্রায় ১,০৯,৯৯৯ টাকা থেকে। তবে আপনি যদি এত টাকা খরচ করে ফ্লিপ ফোন কিনতে না চান, তাহলে পুরানো মডেল Galaxy Z Flip 6 বেছে নিতে পারেন। আপগ্রেড মডেল চলে আসার পর অনেক সস্তায় পাওয়া যাচ্ছে এই ডিভাইসটি। এখন প্রায় ৪১,০০০ টাকা পর্যন্ত কম দামে এই ফ্লিপ স্মার্টফোনটি কেনা যাবে।
Samsung Galaxy Z Flip 6 এর আসল দাম
Galaxy Z Flip 6 ভারতে যখন প্রথম লঞ্চ হয়, তখন এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১,০৯,৯৯৯ টাকা, আর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হত ১,২১,৯৯৯ টাকা।
এখন কত দামে পাওয়া যাচ্ছে
এই মুহূর্তে ফ্লিপকার্টে ডিভাইসটির মিন্ট ও সিলভার শ্যাডো কালার অপশন ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৭২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আর ব্যাঙ্ক অফারের ফায়দা ওঠাতে পারলে এটি ৬৯,৩৪৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ সব অফার মিলিয়ে Galaxy Z Flip 6 প্রায় ৪০,৬৫০ টাকা কমে নিজের করতে পারবেন।
Samsung Galaxy Z Flip 6 এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে ও ডিজাইন
এই ফোনের বাইরের দিকে আছে ৩.৪ ইঞ্চি সুপার AMOLED কভার স্ক্রিন (রিফ্রেশ রেট ৬০ হার্টজ), আর ভিতরে পাওয়া যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডায়নামিক অ্যামোলেড 2X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত।
পারফরম্যান্স ও স্টোরেজ
Samsung Galaxy Z Flip 6 ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত। এটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে Galaxy AI-এর কিছু ফিচারও উপস্থিত।
ক্যামেরা সেটআপ
ফোনটির পিছনে আছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা (OIS ও ডুয়েল পিক্সেল অটোফোকাস সহ) এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা যার ফিল্ড-অফ-ভিউ ১২৩ ডিগ্রি। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি ও চার্জিং
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ওয়ায়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, একবার চার্জে এটি ৬৮ ঘণ্টা পর্যন্ত মিউজিক শুনতে এবং ২৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে দেবে।
অন্যান্য ফিচার
সিকিউরিটির জন্য এই ফ্লিপ ফোন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর এটি IP48 রেটিং সহ আসায় জল ও ধুলো প্রতিরোধ করতে পারবে।